shono
Advertisement
Supreme Court

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে 'ব্যর্থ' পর্ষদ, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কী বলল আদালত?
Published By: Subhodeep MullickPosted: 01:47 PM Jan 07, 2026Updated: 03:30 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট তথা সিএকিউএম। সুপ্রিম কোর্টের সাফ কথা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে যা যা করণীয়, কমিশন তা 'করতে ব্যর্থ'। এমনকী শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দূষণ নিয়ন্ত্রক সংস্থাটি পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের পরামর্শগুলিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।

Advertisement

মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই বিষয়ে বলেছে, 'বায়ুদূষণের প্রধান কারণগুলিকে আপনারা কি এখনও পর্যন্ত চিহ্নিত করতে সক্ষম হয়েছেন? এতদিন ধরে এই বিষয়ে অনেক তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা এই নিয়ে লেখালিখিও করেছেন, জনসাধারণ তাঁদের মতামত জানিয়েছেন। আমাদের কাছে ই-মেলও করেছেন। কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না।' বেঞ্চের বক্তব্য, 'ভারী যানবাহনগুলি থেকে প্রচুর দূষণ ছড়াচ্ছে। ফলে প্রথম প্রশ্ন যেটা উঠছে, সেটা হল আমরা কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব। আপনারা ২ জানুয়ারি এই নিয়ে বৈঠকে বসেছিলেন। আর এখন আমাদের জানাচ্ছেন, সমাধানসূত্র দুমাস পর ব্যাখ্যা করবেন-এই যুক্তি গ্রহণযোগ্য নয়। স্পষ্ট কথা হল, সিএকিউএম তাদের দায়িত্ব পালনে ব্যর্থ।' সর্বোচ্চ আদালত দূষণ নিয়ন্ত্রক সংস্থাটিকে নির্দেশ দিয়েছে, নিজেদের বিশেষজ্ঞদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসতে এবং দুসপ্তাহের মধ্যে রিপোর্ট কোর্টে জমা দিতে।

এদিন সিএকিউএম-কে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, "কোভিডের সময়ে সর্বাধিক খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। কিন্তু ওই একই সময়ে দিল্লির মানুষ নীল আকাশও দেখেছেন। আপনারা কি দূষণের কারণগুলি চিহ্নিত করতে পেরেছেন? আসলে এটাই হল মূল সমস্যা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজধানীর বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট তথা সিএকিউএম।
  • সুপ্রিম কোর্টের সাফ কথা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে যা যা করণীয়, কমিশন তা 'করতে ব্যর্থ'।
  • এমনকী শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দূষণ নিয়ন্ত্রক সংস্থাটি পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের পরামর্শগুলিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।
Advertisement