সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালিতে প্রচুর মানুষের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। চিনের মতো ইটালির অবস্থাও ভয়াবহ হতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইটালির মতো পরিস্থিতি তৈরি না হলেও ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রচুর মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেও গোটা দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় সংসদে দাঁড়িয়ে সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর করোনা টেস্ট করানোর দাবি তুললেন এনডিএ (NDA)’র এক সাংসদ। বিজেপির সহযোগী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির ওই সাংসদের নাম হনুমান বেনিওয়াল।
বৃহস্পতিবার লোকসভায় করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনার সময় গান্ধী পরিবারের তিন সদস্যকে কটাক্ষ করেন বেনিওয়াল। পরামর্শ দেওয়ার সুরে বলেন, ‘গান্ধীদের টেস্ট করুন।’
[আরও পড়ুন: বৃহস্পতিবারও হট্টগোল লোকসভার অধিবেশনে, সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ ]
তাঁর এই মন্তব্যের পরে উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সাংসদরা। বিতর্কিত মন্তব্যের জন্য হনুমন্ত বেনিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন। ওয়ালে নেমে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান দিতে থাকেন। কাগজ ছিঁড়ে লোকসভার অধ্যক্ষের আসনের দিকে ছুঁড়তে থাকেন। এর প্রতিবাদে সরব হয়ে ওঠেন বিজেপি-সহ এনডিএ সাংসদরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দুপুর দুটো পর্যন্ত সংসদ মুলতুবি করে দেন ওম বিড়লার জায়গায় আজকের জন্য অধ্যক্ষের চেয়ারে আসীন রাজেন্দ্র আগরাওয়াল।
[আরও পড়ুন: করোনায় ধাক্কা পর্যটনেও, সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা বিদেশি পর্যটকদের]
পরে সংসদের বাইরে এসে হনুমান বেনিওয়াল বলেন, ‘করোনা ভাইরাসের ফলে ইটালির পরিস্থিতি খুব ভয়ানক হয়ে পড়েছে। তাই আমি সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর করোনা টেস্ট করানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। কারণ, কিছুদিন আগেই তাঁরা ইটালি থেকে ফিরেছেন।’
The post ‘সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার করোনা টেস্ট করা হোক’, বিতর্কিত মন্তব্য বিজেপির জোট সঙ্গীর appeared first on Sangbad Pratidin.
