সংবাদ প্রতিদিন ডিজিটাল জেস্ক: পহেলগাঁও আবহে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার বোমাতঙ্ক ছড়াল দক্ষিণের রাজ্যে। রবিবার সকালে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে একটি হুমকি ইমেল আসে। খবর পাওয়া মাত্রই বম্ব স্কোয়াড বিমান বন্দর চত্ত্বরে চিরুণি তল্লাশি শুরু করেছে। তিরুঅনন্তপুরম বিমানবন্দরের পাবালিক রিলেশন অফিসার (পিআরও) কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেলে আইইডি বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল আসে। খবর প্রকাশ্যে আসতেই স্নিফার ডগ এবং বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু একাধিক হোটেলে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়। একপরই বলা হয়, শুধুমাত্র আতঙ্কের পরিস্থিতি তৈরি করার জন্য এই ভুয়ো ইমেলগুলি করা হয়েছিল।
ক্যান্টনমেন্ট থানার এক আধিকারিক জানিয়েছিলেন, “খবর পাওয়া মাত্রই হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি।” হোটেলগুলিতে আসা ইমেলগুলি কোথা থেকে এসেছে তার উৎস সন্ধানের চেষ্টা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছিল।
এদিকে চলতি মাসে একই ভাবে বোমা রাখা আছে বলে ফোন এসেছিল কেরলের জেলা শাসক, কেরল হাই কোর্ট-সহ আরও বেশ কয়েকটি সরকারি দপ্তরে। এই সব ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল সবই ভুয়ো। শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই ভুয়ো ফোনগুলি করা হয়েছিল। পহেলগাঁও হত্যাকাণ্ডের আবহে ২৪ ঘণ্টার মধ্যে আবার নতুন করে তিরুঅনন্তপুরমের একাধিক হোটেল এবং তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখার ইমেল পৌঁছল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
