সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শিফট সেরে ভোরে বাড়ি ফিরছিলেন এক নিরাপত্তারক্ষী । তাঁর গা ঘেঁষে রাস্তা দিয়ে যাচ্ছিল একটি এসইউভি। গাড়িটি খুব জোরে হর্ন দিচ্ছিল। তীব্র শব্দে অস্বস্তি হওয়ায় নিরাপত্তারক্ষী যুবক ওই গাড়িচালককে হর্ন দিতে বারণ করেন। এই 'অপরাধে' তাঁকে এসিইউভির চাকায় পিষে পালিয়ে গেল ওই গাড়িচালক। রাজধানী দিল্লির পথে চাঞ্চল্যকর এই ঘটনাটির সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত যুবক বিহারে বাসিন্দা রাজীব কুমার। দিল্লিতে মহিপালপুরে থাকেন তিনি। দিল্লি এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালের কাজ সেরে একটি ক্যাবে মহিপালপার চকে পৌঁছান। বাকি পথটুকু হেঁটে ফিরছিলেন। তখনই পিছন থেকে আসা একটি এসইউভি বার বার হর্ন বাজাচ্ছিল। রাজীব হর্ন না বাজানোর জন্য অনুরোধ করেন ওই গাড়িচালককে। পালটা ঠাট্টার ছলে নিরাপত্তারক্ষী যুবকের হাতের লাঠিটি চায় গাড়িচালক। তা দিতে অস্বীকার করলে হুমকি দেয়, রাস্তা পার হতে গেলেই গাড়ির চাকায় পিষে দেবে। রাজীব রাস্তা ডিঙোতে গেলে বাস্তবেই তাই করে অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্ত রংপুরীর বাসিন্দা বিজয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রথমবার গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় হুমড়ি খেয়ে পড়েছিলেন রাজীব। যন্ত্রণায় চিৎকার করলে গাড়ি পিছিয়ে ফের রাজীবের শরীরের উপরে চাকা তুলে দেন বিজয়। গুরুতর আহত রাজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিজয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছে পুলিশ।
