shono
Advertisement
Kalyan Banerjee-Nitin Gadkari

'খুঁজে পেলেন?', সংসদ চত্বরে গড়কড়িকে প্রশ্ন কল্যাণের, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে জোর দড়ি টানাটানি।
Published By: Sayani SenPosted: 09:02 PM Dec 17, 2025Updated: 09:02 PM Dec 17, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: ঘুসপেটিয়া (অনুপ্রবেশকারী) নিয়ে কল্যাণ-গড়কড়ি রসিকতা। ভাইরাল হল ভিডিও। "আপনি কি একজনও ঘুসপেটিয়া খুঁজে পেয়েছেন?" এই প্রশ্ন নিয়েই সংসদ চত্বরে মকর দ্বারের সামনে তৃণমূল কংগ্রেসের লোকসভার বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সামনে। তাতে মন্ত্রীর সহাস্য জবাব , "আমি একদিন একজনকে খুঁজে বের করব।"

Advertisement

দুই হাত তুলে কল্যাণের রসিকতা, "আমি তোমাকে বের করে দেব।" তারপর, কেন্দ্রীয় মন্ত্রীর দিকে আঙুল তুলে তিনি জিজ্ঞাসা করলেন, "তুমি কি একটা পেয়েছো?" গডকরি পালটা বলেন, "আমি তোমাকে মাঝে মাঝে পরিচয় করিয়ে দেব।" তাতে গড়কড়িকে তৃণমূল সাংসদ বলেন, "প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারবার ১ কোটি ঘুসপেটিয়ার কথা উল্লেখ করেছেন। আপনি কি একজনও খুঁজে পেয়েছেন?" আবারও কল্যাণ বলেন, "তুমি কি একটা পেয়েছো?" বলতেই গড়কড়িও, একদিন একজনকে খুঁজে বার করব বলে দাবি করেন। এরপর কল্যাণ গড়কড়ির হাত ধরে, তাঁকে কাছে টেনে নেন এবং তাঁর কানে কিছু ফিসফিসিয়ে বলেন।

কথোপকথনের সময় দুই সাংসদ হেসে ফেটে পড়েন। এবং কাছে দাঁড়িয়ে থাকা লোকজনেরাও হাসতে থাকেন। হাসতে হাসতে কয়েক কদম এগিয়ে গিয়ে গড়কড়ি তাঁর গাড়িটি দেখিয়ে বলেন, "এটি হাইড্রোজেনে চলে।" তাতে রসিকতা করে কল্যাণ গড়কড়িকে জিজ্ঞাসা করেন, "এত গাড়ি দিয়ে তুমি কী করবে? আমাদের একটা, দুটো পাঠাও, যেগুলো তুমি তোমার চাকরদের দেবে। আমাদের একটা, দুটো দাও।" এই হাসিঠাট্টায় যেন সংসদ চত্বরে ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে জোর দড়ি টানাটানি।
  • তারই মাঝে ঘুসপেটিয়া (অনুপ্রবেশকারী) নিয়ে কল্যাণ-গড়কড়ি রসিকতা। ভাইরাল হল ভিডিও।
  • গড়কড়ির জবাব, "একদিন একজনকে খুঁজে বার করব।"
Advertisement