shono
Advertisement
TMC

গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি, এবার সংসদেও দাবি তুলবে তৃণমূল

সাগরমেলাকে জাতীয় মেলার দাবি নিয়ে জাতীয় স্তরে সুর চড়ানো শুরু করেছে তৃণমূল।
Published By: Kishore GhoshPosted: 10:46 AM Jan 30, 2025Updated: 10:46 AM Jan 30, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবি নিয়ে জাতীয় স্তরে সুর চড়ানো শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সেই দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তারা। গঙ্গাসাগর মেলায় জনসমাগম নিয়ে সম্প্রতি একটি আরটিআই-কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই তৃণমূলের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলায় কত লোক পায়ে হেঁটে এসেছে, কত লোক গাড়িতে এসেছে, কত লোক জলপথে এসেছে তার হিসেব কিভাবে মেলানো সম্ভব তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে তৃণমূল।

Advertisement

আবার নাম না করেই বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপিকে তুলোধোনাও করেছে তারা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, “কেন্দ্র সরকার কিভাবে ভিড় সামলাতে হয়, সবকিছু পরিচালনা করতে হয় সে সব না শিখে সংখ্যা নিয়ে মাথা ঘামাচ্ছে। সাগর মেলায় এক কোটির বেশি মানুষের মধ্যে একজনেরও প্রাণহানি হয়নি।” বিজেপি সবসময় বাংলাকে বদনাম করে আসছে বলেই বরাবরের অভিযোগ রয়েছে তৃণমূলের।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলে এতক্ষণে বিজেপি তা সারা দেশে প্রচার করত বলে এ প্রসঙ্গে কটাক্ষ করেছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবি তোলেন। আবার লোকসভার সাংসদ জুন মালিয়া সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির বৈঠকে একই দাবিতে সরব হওয়ার পাশাপাশি চিঠিও দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভার সাংসদ জুন মালিয়া সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির বৈঠকে একই দাবিতে সরব হওয়ার পাশাপাশি চিঠিও দেন।
  • গঙ্গাসাগর মেলায় জনসমাগম নিয়ে সম্প্রতি একটি আরটিআই-কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই তৃণমূলের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে।
Advertisement