সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনে চলছিল আবর্জনা সাফাইয়ের কাজ। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা দুরপাল্লার ট্রেন পিষে দিয়ে গেল সাফাইকর্মীদের। শনিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কেরলের পালাক্কড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। এই ঘটনায় ৩ শ্রমিকের দেহ উদ্ধার হলেও চতুর্থ শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার দুপুরে পালাক্কড় জেলার শোরানুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ৩টে নাগাদ শোরানুর রেলসেতুর কাছে রেল লাইন থেকে আবর্জনা পরিস্কার করছিলেন শ্রমিকরা। কাজে মগ্ন ছিলেন ৪ জন শ্রমিক। তাঁরা খেয়ালও করেননি পিছন দিক থেকে ছুটে আসছে তিরুঅনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেন ধাক্কা মারে শ্রমিকদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রেল পুলিশ ও আধিকারিকরা। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে চতুর্থ মৃতদেহের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রেলের ধাক্কায় কোনওভাবে ছিটকে রেল ব্রিজ থেকে নিচে ভরতপুরা নদীতে ছিটকে পড়েন ওই সাফাইকর্মী। ফলে ওই শ্রমিকের খোঁজে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়ত কাজে মগ্ন থাকার জেরে পিছন থেকে আসা দ্রুতগতির ওই ট্রেনটিকে দেখতে পাননি শ্রমিকরা, যার জেরেই এই দুর্ঘটনা। এদিকে রেল চালকের দাবি, যে জায়গায় কাজ চলছিল সেখানে একটি বাঁক রয়েছে। যার জেরেই বাঁক ঘুরে হঠাৎ সামনে ওই কর্মীদের দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো হলেও সরে যাওয়ার সময় পাননি কর্মীরা। যার জেরেই এই দুর্ঘটনা।