shono
Advertisement
Celebi

জাতীয় নিরাপত্তায় সিঁদ! ভারতের বিমানবন্দর চুক্তি বাতিলে এবার আদালতে তুরস্কের সংস্থা সেলেবি

বৃহস্পতিবার তুরস্কের এই সংস্থার সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে নয়া দিল্লি।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:02 PM May 16, 2025Updated: 09:02 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সরকার চুক্তি বাতিল করতেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনা সংস্থা সেলেবি। ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে ছিল সংস্থাটি।

Advertisement

ভারত-পাক যুদ্ধের আবহে পাক সেনাকে সহযোগিতা করার অভিযোগ উঠে তুরস্ক সরকারের বিরুদ্ধে। ভারতের যাবতীয় সাহায্যের কথা ভুলে গিয়ে যুদ্ধের আবহে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করে তুরস্ক সরকার। পাকিস্তানে সেনা পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এরপর তুরস্কের সংস্থা সেলেবির সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করার কথা ঘোষণা করে ভারত সরকার।

সেলেবির তরফে শুক্রবার দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। সেখানে তারা দাবি করে কোনও নোটিস ছাড়াই তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। তাদের আরও যুক্তি, হঠাৎ করে এভাবে চুক্তি বাতিল করলে ৩৭৯১ জন কর্মী চাকরি হারাবেন। পাশাপাশি তাদের সংস্থায় বিনিয়োগকারীদের মনোবলের উপর প্রভাব পড়বে।

আদালতে দাখিল করা মামলায় সেলেবির তরফে প্রশ্ন তোলা হয়েছে, কোনও চুক্তি কীভাবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব পরতে পারে? তাছাড়া শুধুমাত্র এই কারণে এভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও দাবি করেছে সংস্থাটি। এই বিষয় নিয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী সোমবার।

উল্লেখ্য, লাইসেন্স বাতিল ঘোষণা হতেই সেলেবি দাবি করেছিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে সংস্থার সরাসরি কোনও সম্পর্ক নেই। এমনকি তাদের মালিকানাও তুরস্কের নয়। রাজনৈতিক যোগ নেই বলেও জানিয়েছিল সেলেবি অ্যাভিয়েশন। এরই মধ্যে আদালতের দারস্থ হল তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত সরকার চুক্তি বাতিল করতেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনা সংস্থা সেলেবি।
  • সেলেবির তরফে শুক্রবার দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়।
  • ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে ছিল সংস্থাটি।
Advertisement