shono
Advertisement
Patna

ভয়ংকর গুলির লড়াই পাটনায়, এনকাউন্টারে খতম দুই ডাকাত, আহত পুলিশ আধিকারিক

এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন আহত পুলিশ আধিকারিক।
Published By: Amit Kumar DasPosted: 03:34 PM Jan 07, 2025Updated: 03:34 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাতদলের বিরুদ্ধে পুলিশি অভিযান বিহারের পাটনায়। মঙ্গলবার কাকভোরে এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই ডাকাতের। গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। পাশাপাশি পুলিশের তরফে জানা গিয়েছে, ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক। তিনি গৌরীচক থাকার দারোগা বিবেক কুমার। বর্তমানে এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকমাস ধরে বিহারের নানা জায়গায় একের পর এক ব্যাঙ্ক ডাকাতি ও লুটপাটের ঘটনা সামনে আসে। পর পর ডাকাতির ঘটনায় স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয় পুলিশের তরফে। তদন্তে নেমে ১৭ জন ডাকাতের নাম পায় পুলিশ। তাদের খোঁজে তল্লাশিও শুরু হয়। গত মাসে এদের মধ্যে বেশ কয়েকজন ডাকাতের খোঁজ পায় পুলিশ। সেইমতো অপরাধীদের ধরতে শুরু হয় অভিযান। মঙ্গলবার ভোররাতে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় পুলিশের।

এই অভিযান প্রসঙ্গে পাটনার এসএসপি অবকাশ কুমার বলেন, গোপন খবরের ভিত্তিতে পাটনার ফুলবারিশরিফ এলাকায় অভিযুক্ত ডাকাতদের পাকড়াও করতে অভিযানে নেমেছিল। তাদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তারা। পালটা জবাব দেওয়া হয় পুলিশের তরফে। দীর্ঘক্ষণ দুইপক্ষের গুলির লড়াইয়ের পর দুই ডাকাতের মৃত্যু হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের একজন সাব-ইন্সপেক্টর ডাকাতদের গুলিতে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডাকাতদলের বিরুদ্ধে পুলিশি অভিযান বিহারের পাটনায়।
  • মঙ্গলবার কাকভোরে এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই ডাকাতের।
  • ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক।
Advertisement