সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার আবহে কাশ্মীরে বড় সাফল্য সেনার। নাকা চেকিংয়ের সময় গ্রেপ্তার করা হল দু’জনকে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনা সূত্রে খবর, ধৃতরা জঙ্গিদের সহযোগী। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলা থেকে তাদের পাকড়াও করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড ছাড়াও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এদিকে পাঞ্জাব থেকেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করছে পুলিশ। একটি জঙ্গলে অভিযান চালানোর সময় গ্রেনেড, আইইডি বাজেয়াপ্ত করে পুলিশ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। যাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। এরপর থেকে সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় মোদি সরকার। পালটা পাকিস্তানও একাধিক সিদ্ধান্তের কথা জানায়। এরপরই দু’দেশের মধ্যে প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।
পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজে কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। দু’দিন আগে রাজস্থানে দু’জন পাক চরকে গ্রেপ্তার করে পুলিশ। পাঞ্জাব সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। পরে তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরই মধ্যে কাশ্মীরে জঙ্গিদের দুই সহযোগীকে গ্রেপ্তার করল সেনা।
