shono
Advertisement
Yogi Adityanath

যোগীর নতুন আয়ুষ নীতি, রাজ্যে আয়ুষ শিল্পকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ

'PPP' মডেলে শক্তিশালী হচ্ছে আয়ুষ পরিকাঠামো।
Published By: Hemant MaithilPosted: 02:35 PM Dec 13, 2025Updated: 02:35 PM Dec 13, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশনায় উত্তরপ্রদেশ সরকার একটি নতুন আয়ুষ নীতি চালু করতে চলেছে। রাজ্যের আয়ুষ ক্ষেত্রকে দেশে শক্তিশালী অবস্থানে নিয়ে আসাই এই নীতির প্রধান লক্ষ্য। এই নীতির মাধ্যমে আয়ুষ শিল্পে বিনিয়োগ বাড়াতে নানা ধরনের উৎসাহ দেওয়া হবে।

Advertisement

নতুন নীতিতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা থাকছে। এর মধ্যে রয়েছে মূলধন ভর্তুকি, জমি কেনার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় এবং গ্রিনফিল্ড প্রকল্পের জন্য বিশেষ ছাড়। এর ফলে আয়ুষ শিল্পের দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে।

এই নীতিতে আয়ুষ গবেষণা বৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে উত্তরপ্রদেশ এই গবেষণার একটি কেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে, আয়ুষ ঔষধের মান পরীক্ষা এবং সার্টিফিকেশনের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হবে।

প্রধান সচিব রঞ্জন কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী পঞ্চকর্ম, নেচারোপ্যাথি এবং ওয়েলনেস সেন্টারগুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে আয়ুষ হাসপাতাল ও পরিকাঠামো উন্নয়নে উৎসাহ দেওয়া হবে।

এই নীতির অধীনে আয়ুর্বেদ, যোগব্যায়াম এবং হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত নতুন কোর্স চালু করা হবে। এর ফলে যুবকদের জন্য ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যের নাগরিকদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই নীতির প্রধান উদ্দেশ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের আয়ুষ ক্ষেত্রকে দেশে শক্তিশালী অবস্থানে নিয়ে আসাই নয়া নীতির লক্ষ্য।
  • নতুন নীতিতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা থাকছে।
  • এই নীতির অধীনে আয়ুর্বেদ, যোগব্যায়াম এবং হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত নতুন কোর্স চালু করা হবে।
Advertisement