হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ এখন আন্তর্জাতিক বিনিয়োগে অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্ব ও রাজ্য সরকারের স্বচ্ছ শিল্পনীতির ফলেই এই পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক কোম্পানিগুলি এখন নিরাপদ এবং স্থিতিশীল বাজার তৈরি করতে উদ্যোগী। উত্তরপ্রদেশের বিপুল জনসংখ্যা এবং শক্তিশালী পরিকাঠামো তাদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ এখন শুধু বিনিয়োগের সম্ভাবনাময় রাজ্য নয়, এটি বিনিয়োগের আস্থার রাজ্য। সরকার শিল্পবান্ধব নীতি এবং 'সিঙ্গেল উইন্ডো সিস্টেম' চালু করেছে। এতে বিনিয়োগের সমস্ত পুরোনো বাধা দূর হয়েছে।
আইটি এবং ইলেকট্রনিক্স সেক্টরে রাজ্যের অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ। নয়ডা এখন 'ইলেকট্রনিক্স হাব'-এর মর্যাদা পেয়েছে। বড় আন্তর্জাতিক কোম্পানিগুলি এখানে মোবাইল উৎপাদন এবং ডেটা-ভিত্তিক পরিষেবাতে প্রচুর বিনিয়োগ করছে।
২০২৫-২৬ অর্থবর্ষে উত্তরপ্রদেশ ৬৮৩ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে মোট সঞ্চিত বিদেশি বিনিয়োগের পরিমাণ হল ২,৭৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে রাজ্যে মোট ৫,৯৬৩ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে।
নতুন বিনিয়োগের জন্য ১১টি প্রস্তাব জমা পড়েছে, যার মোট মূল্য ১৩,৬১০ কোটি টাকা। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম এই রাজ্যে প্রধান বিনিয়োগকারী দেশ। সরকার আগামী বছরগুলিতে উত্তরপ্রদেশকে দেশের বৃহত্তম উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চলেছে।
