সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দক্ষিণে জয়ের পথ খুলছে! কেরলের স্থানীয় নির্বাচনে ঐতিহাসিক তিরুঅনন্তপুরমে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি। পাঁচ দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ওই পুরনিগমে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। যা রীতিমতো ঐতিহাসিক। তিরুঅনন্তপুরম বাদ দিলে রাজ্যের বাকি অংশে জয়জয়কার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের। কেরলের স্থানীয় নির্বাচনেও কার্যত সাফ হয়ে গেল বাম নেতৃত্বাধীন এলডিএফ।
গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলের পঞ্চায়েত ও পুরভোট হয়েছিল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতিহাস গড়ে তিরুঅনন্তপুরমে পুরনিগম দখল করতে চলেছে গেরুয়া শিবির। এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত ওই পুরনিগমে ১০১ আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে গেরুয়া শিবির। অর্থাৎ ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলেছে বিজেপি। দ্বিতীয় স্থানে বামেরা। যারা প্রায় পাঁচ দশক এই পুরনিগম নিজেদের দখলে রেখেছে। তারা এগিয়ে ২৬ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ মাত্র ১৯ আসনে এগিয়ে। তাৎপর্যপূর্ণভাবে স্থানীয় সাংসদ শশী থারুরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই তাঁর কেন্দ্রের পুরনিগমে ঐতিহাসিক জয় বিজেপির। থারুর নিজেও বিজেপির 'অবিশ্বাস্য' পারফরম্যান্সে আপ্লুত। তিনি বলছেন, "স্বীকার করতেই হবে বিজেপির এই জয় ঐতিহাসিক। একই সঙ্গে এটাও স্পষ্ট রাজ্যজুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। গোটা রাজ্যে যে ইউডিএফের বিরাট সাফল্য, সেটাই প্রমাণ করে আগামী দিনে কেরলে বদল আসতে চলেছে।'
এর আগে কেরলের ত্রিশূরের লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি। তিরুঅনন্তপুরমে লোকসভায় আগের বার দ্বিতীয় স্থানে উঠেছিল গেরুয়া শিবির। এবার পুরনিগম দখল। গেরুয়া শিবির স্বপ্ন দেখছে এবার হয়তো তাদের জন্য কেরল এবং দক্ষিণের রাস্তা খুলবে।
তিরুঅনন্তপুরমের বাইরে অবশ্য রাজ্যজুড়ে জয়জয়কার কংগ্রেস নেতৃত্বাধীন এলডিএফের। সব মিলিয়ে রাজ্যের ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪৭৩টিতে এগিয়ে ইউডিএফের। ৩৬৬টিতে এগিয়ে এলডিএফ। এনডিএ এগিয়ে ২৬ আসনে। ব্লক পঞ্চায়েতের ১৫২ আসনের মধ্যে ৮১ আসনে এগিয়ে ইউডিএফ, ৬৫ আসনে এগিয়ে এলডিএফ। বিজেপি বা এনডিএ কোনও আসনে এগিয়ে নেই। জেলা পঞ্চায়েতের ১৪ আসনের মধ্যে ৮টিতে ইউডিএফ এবং ৬টিতে এলডিএফ এগিয়ে। ৮৭টি পুরসভার মধ্যে ৫৫টিতে এগিয়ে কংগ্রেস জোট, বাম জোট এগিয়ে ২৮ আসনে। এনডিএ এগিয়ে ২ আসনে। ছ'টি পুরনিগমের চারটিতে এগিয়ে এলডিএফ। একটি করে পুরনিগমে এগিয়ে বাম ও বিজেপি।
