সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসছে মারণ রোগ ক্যানসারের ভ্যাকসিন। তবে শুধু মেয়েদের জন্য। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতাপরাও যাদব। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে।
প্রতাপরাও যাদব জানান, ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। বর্তমান ট্রায়াল চলছে। যাদব বলেন, "দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। একই কারণে সরকার ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মকুব করেছে।"
এর পরেই কর্কট রোগের টিকার বিষয়ে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, "মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়েছে। ট্রায়াল চলছে। এটা দেশের বাজারে আসবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে। নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে।" যাদব জানান, স্তন, মুখমণ্ডল এবং গ্রীবার ক্যানসারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন।
