shono
Advertisement
Rafale jet

পাক হামলায় রাফালে বিমান ধ্বংসের ভুয়ো দাবি, শ্রীঘরে ঠাঁই উত্তরপ্রদেশের যুবকের

গত রবিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
Published By: Amit Kumar DasPosted: 04:49 PM May 12, 2025Updated: 04:49 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সামরিক উত্তেজনার মাঝে পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট। যার জেরে উত্তরপ্রদেশের ২৭ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, ভুয়ো ভিডিও-সহ সোশাল মিডিয়ায় ওই যুবক দাবি করেন, পাকিস্তানের হামলায় ভারতের অত্যাধুনিক রাফালে বিমান ধ্বংস হয়েছে। যার জেরেই তদন্তে নেমে গত রবিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

Advertisement

উত্তরপ্রদেশের হজরত নগর থানার পুলিশকর্তা অনুজ কুমার তোমার জানান, মুকরাবপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের নাম জামাত আলি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন অভিযুক্ত সোশাল মিডিয়ায় দাবি করেন পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফালে বিমান ধ্বংস হয়েছে এবং একজন পাইলটকে আটক করেছে পাকিস্তান। এহেন ভুয়ো দাবির ঘটনার তদন্তে নেমে রবিবারই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তদন্তে নেমে জানা যায়, সোশাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থন করে এমন বহু ভিডিও ও লিংক শেয়ার করতেন জামাত। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার মাঝরাতে অপারেশন সিঁদুর শুরু করে সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে গুড়িয়ে দেওয়া হয়। এই হামলায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় সেনার তরফে। স্পষ্টভাবে ভারতের তরফে জানানো হয়, এই প্রত‍্যাঘাত ‘সুনির্দিষ্ট লক্ষ‍্যনির্ভর, পরিমিত এবং অ-প্ররোচনামূলক’। ভারত পাকিস্তানের কোনও সামরিক পরিকাঠামো লক্ষ‍্য করে আঘাত হানেনি। পাকিস্তানের সামরিক বাহিনী যদি উত্তেজনা বৃদ্ধি না-করে, তা হলে ভারতও আর কোনও পদক্ষেপ করবে না। যদি জঙ্গি মৃত্যুর শোকে ভারতে হামলা চালায় পাকিস্তান। পালটা জবাব দেয় ভারতও। দুই দেশের সামরিক সংঘাতের মাঝেই পাকিস্তান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করে পাকিস্তান নাকি ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাফালে বিমানও। তবে পরে ভারতীয় সেনার তরফে সে দাবি খারিজ করে জানানো হয়, ভারতের কোনও বিমানের কোনও ক্ষতি হয়নি। পাকিস্তানও নিজেদের দাবির প্রেক্ষিতে কোনও প্রমাণ দেখাতে পারেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক সামরিক উত্তেজনার মাঝে পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট।
  • উত্তরপ্রদেশের ২৭ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
  • গত রবিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
Advertisement