shono
Advertisement
Uttar Pradesh

'ফিনিশিং লাইনে' পৌঁছে জীবনের দৌড়ও শেষ! উত্তরপ্রদেশে মৃত্যু নাবালক অ্যাথলিটের

১০০ মিটার দৌড়ের প্রশিক্ষণে তৃতীয় হয়েই মৃত্যু নাবালকের।
Published By: Kishore GhoshPosted: 05:17 PM Aug 14, 2025Updated: 05:17 PM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে মর্মান্তিক মৃত্যু হল ১৫ বছরের নাবালক অ্যাথলিটের। রাজ্যের বাহরাইচ জেলার নানপাড়ায় একটি সরকারি কলেজে দৌড় প্রতিযোগিতার অনুশীলনের সময় মৃত্যু হয়েছে তার। ঠিক কী ঘটেছিল?

Advertisement

নবম শ্রেণির ছাত্র হিমাংশু। সে ভাগ্গাপুরওয়া গ্রামের বাসিন্দা। বুধবার সতীর্থদের সঙ্গে ১০০ মিটার দৌড়ের প্রশিক্ষণ নিচ্ছিল। মূল প্রতিযোগিতাটি হওয়ার কথা শুক্রবার স্বাধীনতা দিবসের দিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তৃতীয় হয়ে দৌড় সম্পূর্ণ করে হিমাংশু। এরপরেই সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তড়িঘড়ি অ্য়াম্বল্যান্স যোগাড় করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে নাবালকের।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ বর্মা জানান, মৃত অবস্থায় হিমাংশুকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের। ময়নাতদন্ত করলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। হিমাংশুর দাদা শিবম জানান, কোনও রকম অসুস্থতা কিংবা রোগ ছিল না ভাইয়ের। মর্মান্তিক ঘটনার জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁর বক্তব্য, তীব্র গরমে চড়া রোদের মধ্যে দৌড় প্রতিযোগিতা আয়োজন করাতেই প্রাণ গিয়েছে হিমাংশুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ বর্মা জানান, মৃত অবস্থায় হিমাংশুকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল।
  • মর্মান্তিক ঘটনার জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন হিমাংশুর দাদা।
Advertisement