shono
Advertisement
Uttar Pradesh

এবার থেকে এক, দেড় পেগ মদেরও মিলবে বোতল উত্তরপ্রদেশে, কেন এই সিদ্ধান্ত যোগী সরকারের?

শীঘ্রই এই ব্যবস্থাপনা চালু হবে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:10 PM Feb 08, 2025Updated: 02:13 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এক ও দেড় পেগেরও মদের বোতল পাওয়া যাবে উত্তরপ্রদেশে। মদ ও ভাং বিক্রির ক্ষেত্রে শুরু হবে ই-লাইসেন্স ব্যবস্থাও। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য নতুন আবগারি নীতির অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। শীঘ্রই এই ব্যবস্থাপনা চালু হবে। মূলত বিষ মদের কারবার রুখতেই নয়া নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন যোগী। রাজ্যের আবগারি আইনের সংস্কারের নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নিতিন আগরওয়াল জানান, এবার থেকে ৬০ মিলিলিটার (এক পেগ), ৯০ মিলিলিটার (দেড় পেগ) মদের বোতল বাজারে আসবে। ৯০ মিলিলিটারের বিদেশি মদের বোতলও মিলবে। এখন থেকে দেশি মদ আর কাঁচের বোতলে মিলবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে। এটা বাধ্যতামূলক। ভেজাল বা বিষ মদের কারবার রুখতেই এই পদক্ষেপ করছে সরকার।

এছাড়া নিতিন আগরওয়াল আরও জানান, গত ৭ বছরে প্রথমবার উত্তরপ্রদেশের সমস্ত দেশি, বিদেশি মদ ও ভাঙের দোকান ই-লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন। কোনও ব্যবসায়ী রাজ্যজুড়ে দুটির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদির খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি নেওয়া হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার এক ও দেড় পেগেরও মদের বোতল পাওয়া যাবে উত্তরপ্রদেশে।
  • মদ ও ভাং বিক্রির ক্ষেত্রে শুরু হবে ই-লাইসেন্স ব্যবস্থাও।
  • ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য নতুন আবগারি নীতির অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা।
Advertisement