shono
Advertisement
NCW Complaint List

নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে ফের দেশের শীর্ষে উত্তরপ্রদেশ, অনেক পিছনে বাংলা

নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে প্রথম সারিতে বিজেপি শাসিত রাজ্যগুলিই।
Published By: Subhajit MandalPosted: 02:58 PM Jun 19, 2024Updated: 03:51 PM Jun 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুকুটে নতুন ‘পালক’। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে ফের দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ্য। চলতি বছর এ পর্যন্ত নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি উত্তরপ্রদেশেই। দুইয়ে রাজধানী দিল্লি। পিছিয়ে নেই অন্যান্য বিজেপি শাসিত রাজ্যও।

Advertisement

জাতীয় মহিলা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত কমিশনে নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ১২ হাজার ৬৪৮টি অভিযোগ জমা পড়েছে। যার অর্ধেকের বেশিই জমা পড়েছে উত্তরপ্রদেশ থেকে। চলতি বছর যোগীরাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৪৯২টি। দিল্লি (Delhi) থেকে জমা পড়েছে ১ হাজার ১১৯টি অভিযোগ। তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র ও বিহার। যথাক্রমে ৭৬৪ ও ৫৮৬টি অভিযোগ জমা পড়েছে ওই দুই রাজ্য থেকে।

[আরও পড়ুন: রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জাওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক]

তালিকার প্রথম ৭ রাজ্যের মধ্যে ৬টিই বিজেপি শাসিত রাজ্য। একমাত্র দিল্লি ব্যতিক্রম। তবে দিল্লির আইনশৃঙ্খলার ভারও বিজেপি (BJP) শাসিত কেন্দ্রীয় সরকারের হাতেই ন্যস্ত থাকে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে বাংলা রয়েছে অষ্টম স্থানে। চলতি বছর বাংলা থেকে মাত্র ৩০৭টি অভিযোগ জমা পড়েছে।

[আরও পড়ুন: ক্যানসারে স্ত্রীর মৃত্যুতে শোকে মুহ্যমান, হাসপাতালেই আত্মঘাতী অসমের স্বরাষ্ট্র সচিব]

উল্লেখ্য, বারবার নারী নির্যাতনের ঘটনায় উঠে এসেছে উত্তরপ্রদেশের নাম। হাথরাস থেকে উন্নাও- একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধীরা। যদিও যোগী সরকারের আধিকারিকদের দাবি, কমিশন একটানা প্রচার চালিয়ে যাওয়ার ফলে মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন। আর সেই কারণেই অভিযোগ জমা পড়ার সংখ্যা এত দ্রুত বেড়েছে। বেশি অভিযোগ জমা পড়ায় তাই বাড়তি উদ্বেগের কোনও কারণ নেই। বরং, সচেতনতা বাড়ছে, সেটা স্বস্তির খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪ সালে এ পর্যন্ত কমিশনে নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ১২ হাজার ৬৪৮টি অভিযোগ জমা পড়েছে।
  • যার অর্ধেকের বেশিই জমা পড়েছে উত্তরপ্রদেশ থেকে।
  • চলতি বছর যোগীরাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৪৯২টি।
Advertisement