সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ড ঘুরতে গিয়ে হোটেলের বাথটাবে উদ্ধার উত্তরপ্রদেশের যুবতীর দেহ। সোমবার রাতে চিকিৎসক জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা শ্রীবাস্তব। সম্প্রতি, তিনি স্বামী আশিসের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যান। চলতি মাসের ৮ তারিখ প্রিয়াঙ্কার বাড়িতে ফোন করে আশিস জানান, হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের। এরপরই সন্দেহ জাগে ওই অল্প জলে কী করে কেউ ডুবে যেতে পারে?
পরিবার সূত্রে জানা গিয়েছে, আশিস এইমসে সিনিয়র রেসিডেন্ট হিসাবে থাকার সময় সেখানে অর্থনৈতিক দিক দেখভাল করা প্রিয়াঙ্কার পরিচয় হয়। বন্ধুত্ব প্রেমের রূপ পায়। ২০১৭ সালে চিকিৎসক আশিসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে।
মৃতার বাবার অভিযোগ, বিয়ের পরই ভোলবদলায় আশিসের। স্ত্রীর উপর অত্যাচার করতে থাকেন তিনি। আরও অভিযোগ, তাঁদের সন্তান হওয়ার পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত চিকিৎসক। প্রিয়াঙ্কা তা জেনে ফেলায় সম্পর্ক আরও তলানিতে ঠেকে। মৃতার বাবা জানিয়েছে, ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও জানায় প্রিয়াঙ্কা। পরে বিষয়টি মিটমাট হয়। অভিযোগ, প্রিয়াঙ্কা স্বামীর কাছে ফিরে গেলেও কমেনি অত্যাচার। যদিও সবটাই মেনে নিয়ে সংসার করছিলেন প্রিয়াঙ্কা।
এই আবহে ঘুরতে গিয়ে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর পরিবার। মেয়েকে খুনের অভিযোগ তুলে প্রিয়াঙ্কার বাবা জানান, মেয়েকে খুন করার উদ্দেশ্যেই ওকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। জামাই চিকিৎসা বিজ্ঞানের সুযোগে প্রিয়াঙ্কাকে নেশাগ্রস্ত করে বাথটবের জলে ডুবিয়ে খুন করেছে। উত্তরপ্রদেশের পিজিআই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।