shono
Advertisement
UttarPradesh

ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদ! উত্তরপ্রদেশে পুলিশ আধিকারিককে গুলি করে ‘খুন’ স্কুল শিক্ষকের

এনকাউন্টারের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 12:56 PM Jul 01, 2025Updated: 01:36 PM Jul 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে পুলিশকর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাগপত জেলায়। অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে ভাগপত জেলার সুনহেদা জেলায়। মৃত অজয় পানওয়ার সাহারানপুর থানায় হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তিনি একমাসের ছুটিতে নিজের গ্রামে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন আগে অজয় এবং পেশায় স্কুল শিক্ষক মোহিতের মধ্যে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ নিয়ে ঝামোলা হয়। এদিকে সোমবার সন্ধ্যায় অজয় হাঁটতে বের হলে মোহিতের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। দু’জনের মধ্যে নতুন করে উত্যপ্ত বাক্য বিনিময় হয়। সেখানেই অজয়কে লক্ষ্য করে গুলি চালান মোহিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয়ের।

এই ঘটনার পর ভাগপতের পুলিশ সুপার চারটি দল গঠন করেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হয় একাধিক জায়গায়। এমন সময়ই পুলিশ জানতে পারে গ্রামেরই একটি মাঠের পাশে লুকিয়ে রয়েছে। সেখানে হানা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পালটা গুলি চালায় পুলিশও। পায়ে গুলি লাগে অভিযুক্তের। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে পুলিশকর্মীকে গুলি করে খুন করলেন এক সরকারি স্কুলের শিক্ষক।
  • ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাগপত জেলায়।
  • অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement