হেমন্ত মৈথিল, লখনউ: ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশে পর্যটনের জোয়ার। বিশ্ব পর্যটন মানচিত্রে কার্যত মডেল হয়ে উঠেছে বারাণসী। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের প্রথম তিনমাসে এখানে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে ৭৭.৫৯ শতাংশ। পাশাপাশি বিদেশি পর্যটক বেড়েছে ৩৪.২১ শতাংশ। রিপোর্ট বলছে, এই তিনমাসে কাশীতে এসেছেন ১১.৪৬ লক্ষ পর্যটক। পর্যটনের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ননেও বাড়তি নজর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। চলতি বছরেই কাজ শেষ হচ্ছে কানপুর-আগ্রা মেট্রো প্রকল্পের।
রাজ্যের পর্যটনকে পুনরুজ্জীবিত করতে বারাণসী-সহ উত্তরপ্রদেশের একাধিক জেলাকে ঢেলে সাজিয়েছে যোগী সরকার। পর্যটন দপ্তরের শীর্ষ আধিকারিক রাজেন্দ্র রাওয়াত জানান, ২০২৪ সালের প্রথম তিনমাসে (জানুয়ারি-মার্চ) কাশীতে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৫৭ লক্ষ। সেটাই ২০২৫ সালের প্রথম তিনমাসে বেড়ে হয়েছে প্রায় ১১ কোটি ৪৭ লক্ষ। রিপোর্ট বলছে, এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ২০২৪ সালে যেখানে ছিল ৯৮,৯৬১ জন, সেটাই ২০২৫ সালে বেড়ে হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৪২৫ জন। ২০২৪ সালের তুলনায় ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে ৮.৮৯ কোটি।
পর্যটনকে ঢেলে সাজাতে পরিকাঠামোতেও বাড়তি নজর যোগী সরকারের। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, কানপুর-আগ্রা মেট্রো রেলের কাজ কার্যত শেষ পর্যায়ে। রিপোর্ট বলছে, এই মেট্রো রেল প্রকল্পের করিডোর-১ এর নির্মাণ কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। কানপুর মেট্রোর করিডোর-১ এর কানপুর সেন্ট্রাল থেকে মতি ঝিল পর্যন্ত ৬.৭ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ সম্পূর্ণরূপে প্রস্তুত। করিডোর-১ এর অবশিষ্ট অংশের কাজও ৭০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিকান্দ্রা থেকে তাজ পূর্ব গেট পর্যন্ত ১৪.২৭ কিলোমিটার দীর্ঘ আগ্রা মেট্রোর করিডোর-১ এর নির্মাণ কাজও ৫০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। বর্তমানে উভয় মেট্রো প্রকল্পের করিডোর-২ এর কাজ চলছে যা শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে।
