সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম ভেঙে ডিনার টেবিলে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পরিবেশন করছেন খোদ পুরোহিত! ওড়িশায় এরকমই একটি ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে, সেজন্য মন্দির কতৃপক্ষ ইতিমধ্যেই পুরীর সব হোটেলকে সতর্ক করেছে।
এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, পুরীর একটি হোটেলের ডিনার টেবিলে বসে রয়েছেন দশ জনের একটি পরিবার। একজন পুরোহিত তাঁদের থালায় পরিবেশন করছেন মন্দিরের মহাপ্রসাদ। এরপরই সেখানে একজন অজ্ঞাত পরিচয় যুবক এসে পুরোহিতের সঙ্গে কথা বলতে শুরু করেন। জিজ্ঞাসা করেন, কীভাবে তিনি এটা করতে দিলেন? তবে তারপরও ওই পরিবারকে সেখানেই খেতে দেখা গিয়েছে।
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, মহাপ্রসাদ যেখানে মাটিতে বসে খেতে হয়, কীভাবে ওই পরিবার তা হোটেলের ডিনার টেবিলে বসে খেলেন? এমনকী প্রশ্নবাণের মুখে পড়েছেন ওই পুরোহিতও। গোটা বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আসতেই তারা একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘টেবিলে বসে মহাপ্রসাদ খাওয়া ঐতিহ্য বিরোধী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কোটি কোটি ভক্তের ভাবাবেগে এটি আঘাত লেগেছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাচীনকাল থেকেই মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি চলে আসছে। সুতরাং সকল ভক্তদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন এই ঐতিহ্য না ভাঙেন।'
