হেমন্ত মৈথিল, মহাকুম্ভনগর: পদপিষ্টের ঘটনায় শিক্ষা নিয়ে ব্যবস্থাপনায় বড় রদবদল মহাকুম্ভে। মেলাপ্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এইসঙ্গে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। এদিকে গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে ভিড়, যান চলাচল, পরবর্তী 'শাহি স্নানগুলি'তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একাধিক নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পুণ্য়ার্থীর। আহত হয়েছেন ৬০ জন। এই ঘটনার পরে মেলাপ্রাঙ্গনের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় দুর্ঘটনার পরেও বন্ধ থাকেনি 'শাহি স্নান'। পুলিশ, দমকলের পাশাপাশি ব়্যাফ, আধাসেনা এবং এনএসজি নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী যোগী, কেন মেলাপ্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে দেওয়া হল না?
যদিও গতকালই প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা-সহ একাধিক জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেন যোগী। সেখানে গোটা পরিস্থিতির বিষয়ে আলোচনার পর একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে মেলাপ্রাঙ্গণে যানবাহন প্রবেশে কড়া নিষেধাজ্ঞা। পাশাপাশি বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। স্পষ্ট করা হয়েছে, বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়াও যোগীর নির্দেশ, মেলাপ্রাঙ্গনে পুলিশের টাহলদারি বাড়াতে হবে। মেলাপ্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। হুড়োহুড়ি যাতে কমে, সেই কথা মাথায় রেখে প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে যোগী বলেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ট্রেনে ভিড় কমাতে মেলা স্পেশাল ট্রেন বাড়ানোর বিষয়েও সওয়াল করেন তিনি।
