করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৫৬,৩৪২। মৃত্যু হয়েছে ১৮৮৬ জনের। সুস্থ হয়েছেন ১৬,৫৪০ জন। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৮৮ জনের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৭৮। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৪৮: ষড়যন্ত্র করে রেশন দোকানে অশান্তি পাকাচ্ছে বিজেপি, এই অভিযোগ তুলে রাজ্যজুড়ে রেশন দোকান রক্ষার দায় দলের নেতা-কর্মীদের উপরই তুলে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর বার্তা, রেশন দুর্নীতিতে কারও নাম জড়ালে সে যে দলেরই হোক কাউকে রেয়াত করা হবে না। নেত্রীর সাফ কথা, যদি ডিলাররা চাল-গম না দেয়, যদি একটা মানুষও অনাহারে, অর্ধাহারে থাকে, তা হলে কাউকে মার্জনা করা হবে না।
সন্ধে ৮.০৩: ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১৩০ জন। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৭৮ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮৮ জন।
সন্ধে ৭.১৩: করোনামুক্ত হয়ে উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৩৬ জন।
সন্ধে ৭.১২: আপাতত এক বছর পানমশলা প্রস্তুত, বিক্রি এবং মজুত বন্ধ করে দিল ঝাড়খণ্ড সরকার।
সন্ধে ৭.১২: সরিয়ে দেওয়া হল বৃহন্মুম্বই পুরসভার কমিশনার প্রবীণ পারদেশীকে। ওই পদে দায়িত্ব নিলেন ইকবাল সিং চহ্বাল।
সন্ধে ৭.১১: রেস্তরাঁ, আইসক্রিম, মিষ্টি এবং ফলের রস বিক্রির দোকান খোলার সিদ্ধান্ত পাঞ্জাব সরকারের। সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা যাবে দোকান। তবে করা যাবে শুধু হোম ডেলিভারি।
সন্ধে ৭.০৩: তামিলনাড়ুতে মদের দোকান বন্ধের নির্দেশ মাদ্রাজ হাই কোর্টের। এবার থেকে শুধুমাত্র অনলাইনে মিলবে মদ।
সন্ধে ৬.৫৮: করোনা আক্রান্ত দিল্লির মন্দির মার্গ থানার আরও এক পুলিশকর্মী।
সন্ধে ৬.৩১: হাওড়া ব্রিজে আলো জ্বালিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানাল কলকাতা পোর্ট ট্রাস্ট।
বিকেল ৫.২৮: দিল্লিতে আধা সামরিক বাহিনীর ৫১৪ জন জওয়ান করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।
বিকেল ৫.২৭: করোনা পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে ফোনে কথা রাজনাথ সিংয়ের।
বিকেল ৫.০৯: ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই দশম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
বিকেল ৫.০০: পূর্ব বর্ধমানে আরও এক করোনা আক্রান্তের হদিশ। মেমারির সোমেশ্বরতলার এক যুবক কলকাতায় চিকিৎসা করাতে এসে আক্রান্ত হন। দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। পরিবারের ৫ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
বিকেল ৪.১৫: দেশে সুস্থতার হার ২৯.৩৬ শতাংশ। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬,৫৪০ জন।মাত্র ১.১ শতাংশ করোনা আক্রান্তের ভেন্টিলেটরের সাহায্য প্রয়োজন হচ্ছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। তাঁদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন সুস্থ হয়েছেন।
দুপুর ৩.০০: রাজ্যের গ্রিনজোনে চলল সরকারি বাস। তবে যাত্রী ছিল হাতেগোনা।
দুপুর ২.৪০: তেলেঙ্গানা, কর্ণাটক ও তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।
দুপুর ২.১০: জাপানের ইনফ্লুয়েঞ্জার ওষুধ ফাভিপিরাভির ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হল দেশে।
দুপুর ১.৫০: মাদুরাইতে পুলিশ ও সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তি, হাতাহাতি। মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন বাম মহিলা কর্মীরা। পুলিশ সরাতে এলে হাতাহাতি বেঁধে যায়।
দুপুর ১.১৫: মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করতে নারাজ সুপ্রিম কোর্ট। বলল, মদের হোম ডেলিভারি নিয়ে ভাবনাচিন্তা করুক রাজ্য।
দুপুর ১২.২৫: সিঙ্গাপুরে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান।
দুপুর ১২.১৫: তামিলনাড়ুতে মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন একদল মহিলা।
দুপুর ১২.০২: বৃহস্পতিবার মৃত CISF সাব ইনস্পেক্টর কোভিড পজিটিভ ছিলেন। প্রসঙ্গত, কলকাতার যাদুঘরে কর্মরত ছিলেন তিনি।
সকাল ১১.৩০: করোনা যুদ্ধ জয়ের নয়া নজির। ১ মাস ভেন্টিলেশনে থাকার পর ঢাকুরিয়ার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫২ বছরের ব্যক্তি।
বেলা ১১.১৫: রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জোন ভাগ করছে কেন্দ্র। অভিযোগ সরব রাহুল গান্ধী।
সকাল ১০.৪৮: মালদ্বীপে আটকে থাকা ভারতীয়দের ফেরাচ্ছে নৌসেনার জাহাজ জলশ্ব।
সকাল ১০.৩৫: তামিলনাড়ুতে একদিনে ১৭০ কোটি টাকার মদ বিক্রি হল।
সকাল ১০.২০: মৃত পরিযায়ী শ্রমিকদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে মহারাষ্ট্র সরকার।
সকাল ৯.৩৫: আগ্রায় করোনা আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু হল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সকাল ৯.২০: দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৯০ জন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে দেশের সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬,৩৪২। মৃত্যু হয়েছে ১৮৮৬ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে।
সকাল ৯.০০: করোনা মোকাবিলায় চিনের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন।
সকাল ৮.৪৫ : ঔরঙ্গাবাদের ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ৮.৩০: ঔরঙ্গাবাদের ট্রেন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিল রেলমন্ত্রক। শোক
সকাল ৮.২০: ঢাকা থেকে শ্রীনগর ফিরবেন ডাক্তারি পড়ুয়ারা। সকাল ১১টায় সেখান থেকে বিমান ছাড়বে।
সকাল ৮.১৫: মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ১৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। তাঁদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রে খবর, পেশার টানে কড়মড এলাকায় গিয়েছিলেন তাঁরা। লকডাউন চলায় রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা। মনে করা হচ্ছে, হাঁটতে হাঁঠতে ক্লান্ত হয়ে রেল ট্র্যাকের উপরই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। শুক্রবার ভোর ৫টায় মালগাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়।
সকাল ৮.০৫: করোনায় মৃত্যুতে রেকর্ড গড়ল আমেরিকা। এখনও পর্যন্ত সেদেশে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে।
সকাল ৮.০০: আমিরশাহি থেকে ফিরলেন ৩৬৩ জন ভারতীয়।
The post রেশন দুর্নীতিতে নাম জড়ালে রেয়াত নয়, কড়া হুঁশিয়ারি মমতার appeared first on Sangbad Pratidin.
