সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-সহ কয়েকটি দেশ থেকে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোয় সতর্ক ভারত। বিদেশ ফেরত বেশ কয়েকজনের শরীরে ধরা পড়েছে কোভিডের (COVID-19)জীবাণু। মহামারীর বাড়বাড়ন্ত রুখতে ফের কোমর বাঁধছে দেশ। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ (Oral drug), যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো। এটি ফাইজারের তৈরি ওরাল অ্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলে গণ্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না।
নির্মাণ সংস্থা জানিয়েছে, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এবং কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওষুধ খেতে হবে। এই ওষুধটিকে আগেই প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চূড়ান্ত অনুমোদন দিল নিরমাকমকে। চিনে সম্প্রতি কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের মূলে রয়েছে যে BF.7 সাব-ভ্যারিয়েন্ট, সেটি ভারতে খুব একটা প্রভাব ফেলবে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: মেয়ের সম্মানরক্ষায় হত বাবা! বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন গুজরাটে]
ন্যাশনাল আইএমএ কোভিড টাস্ক ফোর্সের কো-চেয়ারম্যান ডা. রাজীব জয়দেবন জানিয়েছেন, “ওমিক্রনের তুলনায় এই উপরূপটির সংক্রমণ ক্ষমতা বেশি। এটি ওমিক্রনই, তবে অনেক বার মিউটেশন ঘটার পরবর্তী রূপ। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও আভাস নেই যে এটি আরও বিপজ্জনক বা গুরুতর ধরনের হবে।” এদিকে মঙ্গলবার থেকে কোভিডের নয়া ঢেউয়ের মোকাবিলায় কলকাতার ৬টি হাসপাতালে মহড়া শুরু হচ্ছে। জেলার আরও ৩৫ টি হাসপাতালেও চলবে মকড্রিল। করোনা রুখতে কোন হাসপাতালে কেমন পরিকাঠামো, অক্সিজেন সিলিন্ডার, পিপিই কিট-সহ আবশ্যকীয় সামগ্রীর জোগান কেমন, তা বুঝতে তিনদিন ধরে চলবে মহড়া।
সোমবার বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পদাধিকারী, আধিকারিক, এইমস ডিরেক্টর ও দেশের প্রথিতযশা চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এনিয়ে রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাক্তার শান্তনু সেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দেন, যেহেতু কোভিড একটি মাল্টিপল ডিজিজ এবং এর প্রাদুর্ভাব ও লড়াই করার পদ্ধতি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, তার উপর স্বাস্থ্য বিষয়টি রাজ্য সরকারের অধীনস্থ, তাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে গুরুত্ব দিয়ে সমস্ত রাজ্যের সঙ্গে বিস্তারিত আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।