সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিকভাবে সমঝোতা করা মানে নীতিগতভাবে আপোস করা নয়। মহারাষ্ট্রকে শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে রাজি। শনিবার এমনটাই বললেন এমএনএস প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ বলেন, “আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল মারাঠি জনগণের কল্যাণ, মারাঠি ভাষার সংরক্ষণ ও বিকাশ এবং মহারাষ্ট্রকে শক্তিশালী করা। যদি কোনও নির্দিষ্ট স্থানে জল প্রবাহিত করতে হয়, তাহলে যে কোনও পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র উদ্দেশ্যটি বিশুদ্ধ হতে হবে।” তাঁর অভিযোগ, কেন্দ্র মারাঠি ভাষাকে ‘ক্লাসিক্যাল ভাষা’ হিসেবে ঘোষণা করলেও তারা মারাঠিদের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। রাজের বক্তব্য, শুধু ভাষাকে মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করলেই হবে না, সেই ভাষার উন্নয়ন, গবেষণা ও প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। নিতে হবে কার্যকরী উদ্যোগও। না হলে এই ঘোষণা শুধুই প্রতীকী হয়ে থাকবে। রাজ বলেন, “মারাঠি ভাষার জন্য কেন্দ্র এক টাকাও বরাদ্দ করেনি। এদিকে সংস্কৃত ভাষার জন্য গুচ্ছ গুচ্ছ টাকা ব্যয় করা হচ্ছে। আর্থিক সহায়তা ছাড়া কোনও ভাষাই টিকতে পারে না। কোনও ভাষারই বিকাশ হয় না।”
প্রসঙ্গত, বৃহন্মুম্বই পুর নিগমের নির্বাচনে একসঙ্গে লড়বেন দুই ভাই রাজ এবং উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জনকে সত্যি করে এমনই ঘোষণা করেছেন দু'জন। গত জুলাইয়েই দীর্ঘ দুই দশক পরে তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন ছিল, দুই তুতো ভাইয়ের হাত মেলানো স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে সেটাই সত্যি হল।
