shono
Advertisement
Karnataka

কর্নাটকে সোনম কাণ্ডের ছায়া! পরকীয়া সম্পর্কের জেরে স্বামী-সন্তানকে বিষ খাইয়ে মারার চেষ্টা মহিলার

ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:12 PM Jun 10, 2025Updated: 04:59 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশের নজর যখন শিলং হত্যাকাণ্ডের দিকে, ঠিক সেই সময়ই কর্নাটকের একটি মারাত্মক ঘটনা সামনে এসেছে। প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা শ্বশুরবাড়ির লোক জেনে যাবে এই ভয়ে শাশুড়ি, স্বামী এবং সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ১১ বছর আগে গজেন্দ্র এবং চিত্রার বিয়ে হয়। বর্তমানে তাঁদের ১০ বছর ও ৮ বছরের দুই সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, পুনিত নামে একজনের সঙ্গে চিত্রার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকার বয়স্ক ব্যক্তিদের মধ্যস্থতায় তখন বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল। এরই মধ্যে গত বছর শিবু নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

এদিকে বিষ মেশানো খাবার খাওয়ার পর চিত্রা বাদে পরিবারের সকলের পেট ব্যাথা শুরু হয়। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ার পর স্ত্রীর বিরুদ্ধে বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন গজেন্দ্র। এরপরই তদন্তে নেমে পুলিশ চিত্রাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জেরায় অভিযোগ স্বীকার করে নেওয়ায় গ্রেপ্তার কররা হয় চিত্রাকে।

হাসানের পুলিশ সুপার মহম্মদ সুজিত বলেন, “গত ২ জুন বেলুড় থানায় গজেন্দ্র নামে এক ব্যক্তি বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেন স্ত্রী এবং শিবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্তে নেমে চিত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিবু পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সারা দেশের নজর যখন মেঘালয়ের ‘হানিমুন কিলিং’য়ের দিকে ঠিক সেই সময়ই কর্নাটকের একটি মারাত্মক ঘটনা সামনে এসেছে।
  • প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা শ্বশুরবাড়ির লোক জেনে যাবে এই ভয়ে শাশুড়ি, স্বামী এবং সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
  • ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement