shono
Advertisement
Air India

মেলেনি হুইলচেয়ার, বিমানবন্দরে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ বৃদ্ধার! ফের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

যাত্রী পরিষেবা নিয়ে আবারও বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া।
Published By: Biswadip DeyPosted: 10:57 AM Mar 08, 2025Updated: 10:57 AM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়ে বিতর্ক আজকের নয়। এবার ফের সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অশীতিপর হাঁটাচলার সমস্যায় ভোগা বৃদ্ধাকে হুইলচেয়ার না দেওয়ার অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা এরপর বিমানবন্দরে পড়ে গুরুতর আহত হন বলে দাবি। তাঁকে ভর্তি করা হয়েছে আইসিইউয়ে।

Advertisement

বৃদ্ধার নাতনি পারুল কনওয়ার সোশাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয়েছেন। ঠিক কী হয়েছিল? পারুলের দাবি, গত ৪ মার্চ ঠাকুমাকে নিয়ে তিনি বিমানবন্দরে যান। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে বৃদ্ধার হাঁটাচলার সমস্যার কারণে হুইলচেয়ার চাওয়া হয়। কিন্তু কোনও ব্যবস্থা হয়নি। বাধ্যতই হেঁটেই টি৩ পার্কিং লেন পার হয়ে এগোতে যান বৃদ্ধা। শেষপর্যন্ত আর চলতে না পেরে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যান তিনি। এবং এরপরও নাকি কেউ সাহায্য করতে আসেননি। এমনকী, প্রাথমিক চিকিৎসাটুকুও মেলেনি।

সংস্থার কর্মীরা বলেন, চিকিৎসা নিতে হলে চিকিৎসা পরিষেবার যে ঘর সেখানে যেতে হবে। পরে অবশ্য বৃদ্ধার জন্য হুইলচেয়ারও আসে। এবং যথাযথ চিকিৎসা ছাড়াই বৃদ্ধাকে বিমানে তুলে দেওয়া হয় রক্তাক্ত ঠোঁট, মাথা ও নাকের চোট-সহ! তবে বিমানে বিমানকর্মীরা তাঁকে বরফ দিতে সাহায্য করেন। বেঙ্গালুরুর বিমানবন্দরে পৌঁছনোর পর প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। দুটি সেলাইও পড়ে।

আপাতত হাসপাতালে রয়েছেন ওই বৃদ্ধা। জানা গিয়েছেন, মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটেছে তাঁর। শরীরে বামদিক খুবই দুর্বল। এই পরিস্থিতিতে পারুল আইসিইউয়ে বসেই পোস্টটি করেছেন। সেখানে তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আমাকে এটা পোস্ট করতেই হল কেননা আমার আর কোনও উপায় ছিল না। মানুষের জীবন ও সুস্থতাকে এত কম গুরুত্ব দেওয়া হচ্ছে দেখে রাগ হচ্ছে। এয়ার ইন্ডিয়া, আমার ঠাকুমার সঙ্গে এত খারাপ আচরণ করা হল!'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়ে বিতর্ক আজকের নয়। এবার ফের সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ।
  • দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অশীতিপর হাঁটাচলার সমস্যায় ভোগা বৃদ্ধাকে হুইলচেয়ার না দেওয়ার অভিযোগ উঠেছে।
  • ওই বৃদ্ধা এরপর বিমানবন্দরে পড়ে গুরুতর আহত হন বলে দাবি। তাঁকে ভর্তি করা হয়েছে আইসিইউয়ে।
Advertisement