shono
Advertisement

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ, বাড়িতে টাকা আদায় করতে আসা যুবকের সঙ্গে পালালেন তরুণী!

সোশাল মিডিয়ায় ভাইরাল দুজনের বিয়ের ভিডিও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:22 PM Feb 13, 2025Updated: 05:27 PM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণের টাকা আদায় করার জন্য বাড়িতে নিত্য যাতায়াত ছিল যুবকের। মত্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঋণ আদায়কারী এই এজেন্টকেই মন দিয়ে বসেন তরুণী। শুরু হয় প্রেমের সম্পর্কের। স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ওই যুবকের সঙ্গেই পালিয়ে গেলেন তরুণী! মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলেন তাঁরা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)

Advertisement

এই ঘটনা বিহারের জামুই জেলার। জানা গিয়েছে, ২০২২ সালে ইন্দ্রকুমারী নামে ওই তরুণীর বিয়ে হয় নকুল শর্মার সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই নিত্য অশান্তি লেগে থাকত তাঁদের সংসারে। প্রায় প্রত্যেকদিন মদ খেয়ে ইন্দ্রকুমারীকে মারধর করতেন নকুল বলে অভিযোগ। রোজকার ঝামেলায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ইন্দ্রকুমারী। সেই সময়ই তাঁর জীবনে আগমন ঘটে পবনকুমার যাদবের। ঋণের টাকা আদায় করতে নকুলের বাড়িতে যাতায়াত করতেন তিনি। তখনই পরিচয় হয় ইন্দ্রকুমারীর সঙ্গে।

পাঁচ মাস ধরে এভাবেই চলছিল দুজনের প্রণয়ের সম্পর্ক। কয়েকদিন আগেই পবনের হাত ধরে স্বামীর ঘর ছাড়েন ইন্দ্রকুমারী। পালিয়ে গিয়ে মঙ্গলবার একটি মন্দিরে তাঁরা বিয়ে করে নেন। গতকাল থেকে দুজনের এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু বিয়ের পরই গোল বেঁধেছে। পবনের বাড়ি থেকে তাঁদের সম্পর্ক মেনে নিয়েও বেঁকে বসেছে ইন্দ্রকুমারীর পরিবার। নব দম্পতিকে হুমকিও দিয়েছে তারা। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন দুজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঋণের টাকা আদায় করার জন্য বাড়িতে নিত্য যাতায়াত ছিল যুবকের।
  • মত্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঋণ আদায়কারী এই এজেন্টকেই মন দিয়ে বসেন তরুণী। শুরু হয় প্রেমের সম্পর্কের।
  • স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ওই যুবকের সঙ্গেই পালিয়ে গেলেন তরুণী!
Advertisement