সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে মহিলার কপালে জুটল চোর অপবাদ। সেই অভিযোগ অস্বীকার করতেই আত্মীয়দের ভয়াবহ অত্যাচারে মৃত্যু হল ওই মহিলার। গলায় ব্লেড চালিয়ে, রড দিয়ে মারধর করে তাঁকে খুন করলেন আত্মীয়রা। মহিলার অসহায় আর্তনাদ যেন বাইরে কারোর কানে না পৌঁছয়, তার জন্য তারস্বরে টিভিও চালিয়ে রাখা হয়েছিল। গোটা ঘটনায় অভিযুক্তদের এখনও ধরতে পারেনি পুলিশ।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad)। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি মৃতার নাম সামিনা। কয়েকদিন আগেই জন্মদিনের নিমন্ত্রণে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। সেই সময়েই তাঁর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়। পাঁচ লক্ষ টাকার গয়না চুরি করেছেন, তা স্বীকার করতে বারবার চাপ দেওয়া হয় সামিনাকে। কিন্তু বারবার বলা সত্ত্বেও অভিযোগ স্বীকার করেননি তিনি।
[আরও পড়ুন: কুকি জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন হিমন্ত! কংগ্রেসের দাবি ওড়ালেন অসমের মুখ্যমন্ত্রী]
সামিনাকে চাপ দিয়ে কথা বের করার চেষ্টা করে হিনা ও রমেশ নামে দুই আত্মীয়। রড দিয়ে প্রচণ্ড মারধর করা হয় সামিনাকে। প্রচণ্ড যন্ত্রণায় তিনি চিৎকার শুরু করলে সেই আওয়াজ থামাতে টিভি চালিয়ে দেওয়া হয়। মারধরের পরে গলায় ব্লেড চালিয়ে সামিনাকে খুন করে পালিয়ে যায় আত্মীয়রা। সেই সময়েও জোর আওয়াজে চলছিল তাঁদের বাড়ির টিভি।
টানা দু’দিন ওই বাড়ি থেকে টিভির শব্দ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই খবর দেন পুলিশকে। দরজা ভেঙে সামিনার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সামিনার মৃত্যুর পরেই পালিয়েছে দুই অভিযুক্ত আত্মীয়। আপাতত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: ‘লোকসভা নির্বাচনে ভারতে গণতন্ত্রের উৎসব দেখতে আসুন’, G20 দেশগুলিকে আমন্ত্রণ মোদির]