সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে আজও একলা একটা মেয়ের পক্ষে গণ পরিবহনে সফর করা কতটা বিপজ্জনক, তা ফের একবার সামনে এল। বিহারের এক তরুণী জানালেন, কীভাবে ট্রেনে একসঙ্গে উঠে পড়া একঝাঁক পুরুষের ভিড়ে তাঁকে শৌচাগারেই লুকিয়ে থাকতে হয়েছে। পরে আরপিএফের সহায়তায় তিনি তাঁর আসনে ফিরে যেতে পেরেছেন বলেও জানিয়েছেন তিনি।
সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন তাঁর সেই আতঙ্ক-সফরের কথা। তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আজ আমি বুঝলাম কেন ভ্রমণের সময় নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগগুলি বাস্তবিকই রয়েছে! আমি একা সফর করছিলাম। আমার ট্রেন কাটিহার জংশনে (বিহার) থামল। হঠাৎ ৩০-৪০ জন যুবক চিৎকার করতে করতে এবং একে অপরকে ধাক্কা দিতে দিতে কামরার ভেতরে ঢুকে পড়ল। আমি শৌচাগারে ছিলাম। বাইরে বের হতে পারছিলাম না— দরজার সামনে লোকে গাদাগাদি করে দাঁড়িয়েছিল। আমি আবার দরজাটা বন্ধ করে রেলওয়ে হেল্পলাইনে (১৩৯) ফোন করলাম। ভাগ্যক্রমে আরপিএফ চলে আসে দ্রুত। তারাই পথ পরিষ্কার করে আমাকে নিরাপদে আমার আসনে ফিরে যেতে সাহায্য করে। অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা।'
ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। একা সফররত একটি মেয়ের এই উদ্বেগ অনেককেই ভাবিয়ে তুলেছে। কীভাবে সাধারণ পরিস্থিতিও দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে তা নিয়েও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি ওই তরুণীর উপস্থিত বুদ্ধি এবং আরপিএফের দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রশংসাও করেছেন কেউ কেউ। এক নেটিজেন লিখেছেন, 'নারী নিরাপত্তা এদেশে একটা রসিকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তর ভারতে। ট্রেনে বিনা টিকিটের যাত্রীরা যেভাবে সমস্যা তৈরি করে সেটাও ভাবার মতো বিষয়।' সেই অর্থে তরুণীর বড় বিপদ না হলেও যে কোনও সময়ে তা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
