shono
Advertisement
Andhra Pradesh

কেন্দ্রের বিশেষ প্যাকেজ চেয়ে মোদিকেই টেক্কা! অন্ধ্রে তৈরি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বের বৃহত্তম হিসাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের শিরোপা কেড়ে নিতে চলেছে অমরাবতী।
Published By: Anwesha AdhikaryPosted: 03:44 PM Jan 28, 2025Updated: 03:44 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য বিপুল অঙ্কের প্যাকেজ চাই! এই শর্তেই নাকি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকতে রাজি হয়েছিল অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি। এবার সেই রাজ্যই টেক্কা দিতে চলেছে বিজেপিশাসিত গুজরাটকে। জানা গিয়েছে, অমরাবতীতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়তে চলেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ বিশ্বের বৃহত্তম হিসাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের শিরোপা কেড়ে নিতে চলেছে অমরাবতী।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিএ প্রেসিডেন্ট কেসিনেনি সিভান্ত জানান, ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি দর্শকাসনের একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে। তার জন্য ইতিমধ্যেই ৬০ একরের জমি বেছে নিয়েছে রাজ্য সরকার। অমরাবতীতে ২০০ একর এলাকায় স্পোর্টস সিটি গড়ে তোলার পরিকল্পনা আছে টিডিপি সরকারের। সেই সিটির অন্তর্ভুক্ত হবে এই স্টেডিয়াম। সিভান্তের কথায়, স্টেডিয়াম গড়ে তুলতে আর্থিক সাহায্য করবে বিসিসিআই। এছাড়াও রাজ্যবাসী অনুদান দেবেন এই স্টেডিয়ামের জন্য। নতুন স্টেডিয়াম তৈরি হলে গোটা বিশ্বের মানচিত্রে উঠে আসবে অমরাবতী। সবমিলিয়ে ৮০০ কোটি টাকা খরচ হবে এই স্টেডিয়াম গড়তে।

প্রসঙ্গত, বহুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতীকে সাজিয়ে তোলার স্বপ্ন দেখেছেন চন্দ্রবাবু। গত বছর অন্ধ্রের বিধানসভা নির্বাচনে জয়ের পর আরও উদ্যোগী হয়েছেন টিডিপি নেতা। এমনকি ওয়াকিবহাল মহলের দাবি, লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকারে যোগ দেওয়ার জন্য যেসব শর্ত রেখেছিলেন চন্দ্রবাবু, তার মধ্যে অন্যতম হল অমরাবতীকে রাজধানী বানাতে সমস্ত রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। চন্দ্রবাবুর এই দাবি মেনেও নিয়েছে মোদি সরকার। অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিশ্লেষকদের মতে, কেন্দ্র তথা মোদি সরকারের থেকে আর্থিক প্যাকেজ পেয়ে মোদির নামাঙ্কিত স্টেডিয়ামকেই পিছনে ফেলে দেবে অন্ধ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিএ প্রেসিডেন্ট কেসিনেনি সিভান্ত জানান, ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি দর্শকাসনের একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে।
  • নতুন স্টেডিয়াম তৈরি হলে গোটা বিশ্বের মানচিত্রে উঠে আসবে অমরাবতী। সবমিলিয়ে ৮০০ কোটি টাকা খরচ হবে এই স্টেডিয়াম গড়তে।
  • ওয়াকিবহাল মহলের দাবি, লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকারে যোগ দেওয়ার জন্য যেসব শর্ত রেখেছিলেন চন্দ্রবাবু, তার মধ্যে অন্যতম হল অমরাবতীকে রাজধানী বানাতে সমস্ত রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার।
Advertisement