shono
Advertisement
UttarPradesh

উত্তরপ্রদেশে বেপরোয়া গতির বলি ৭, আহত অনেকে, দ্রুত পদক্ষেপের নির্দেশ যোগীর

আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 07:25 PM Jul 13, 2025Updated: 07:25 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাতজনের। আহত হয়েছেন আরও অনেকে। এই দুই দুর্ঘটনার ব্যাপারে খোঁজ নিয়ে আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

রবিবার বিকালে কুরশিনগর জেলার পাথারওয়া এলাকায় বাঘাহি এলাকায় ট্রাক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। জানা গিয়েছে, মোট ছ’জন ঝাড়খণ্ডের দেওঘরের বাবা ধাম থেকে ফিরছিলেন। তাঁরা প্রত্যেকেই সিদ্ধার্থনগরের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে রামকরণ গুপ্ত রাজস্ব আধিকারিক যেমন রয়েছেন, ঠিক তেমনই গ্রাম উন্নয়ন আধিকারিক সুরজিৎ জয়সওয়াল রয়েছেন। তাছাড়া পেশায় স্কুল শিক্ষক কৈলাশ মানি ত্রিপাঠি এবং মনোজ কুমার।

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় একটি বাস একটি অটোতে ধাক্কা মারলে তিনজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, হঠাৎ করেই বাসটি উলটো দিকের রুটে ঢুকে পরে। এরপরই একটি পেট্রোল পাম্পের সামনে যাত্রীবোঝাই অটোতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোতে থাকা তিনজনের। আহত হন আরও কয়েকজন। পুলিশ পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধারর করার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ৫২ বছর বয়সি আসমা এবং রাজিয়া এবং নাজিম নামে এক শিশু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাতজনের।
  • আহত হয়েছেন আরও অনেকে।
  • এই দুই দুর্ঘটনার ব্যাপারে খোঁজ নিয়ে আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Advertisement