shono
Advertisement
Yogi Adityanath

লক্ষ্য ১ লাখ কর্মসংস্থান, মউ-চুক্তিতে উত্তরপ্রদেশকে ‘স্কিল হাব’ বানাতে মরিয়া যোগী

আগামী পাঁচ বছরে পশ্চিম উত্তরপ্রদেশের ২৮টি জেলার ১ লক্ষ যুবক-যুবতীকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এই প্রকল্পের আওতায় ১২৮টি ব্লক এবং ১০ হাজারের বেশি গ্রামের প্রার্থীরা সুযোগ পাবেন। প্রশিক্ষণে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।
Published By: Buddhadeb HalderPosted: 02:15 PM Jan 26, 2026Updated: 02:17 PM Jan 26, 2026

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড়সড় পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে এবার রাজ্যের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে এক নয়া অধ্যায়ের সূচনা হল। এই লক্ষ্যে নয়ডা অ্যাপারেল এক্সপোর্ট ক্লাস্টার (এনএইসি) এবং স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, আগামী পাঁচ বছরে পশ্চিম উত্তরপ্রদেশের ২৮টি জেলার ১ লক্ষ যুবক-যুবতীকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এই প্রকল্পের আওতায় ১২৮টি ব্লক এবং ১০ হাজারের বেশি গ্রামের প্রার্থীরা সুযোগ পাবেন। প্রশিক্ষিত প্রার্থীদের মধ্যে অন্তত ৭০ হাজার জনকে বিভিন্ন শিল্প সংস্থায় সরাসরি কাজের সুযোগ করে দেওয়া হবে। নারী ক্ষমতায়নে জোর দিতে এই প্রশিক্ষণে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।

এই গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে ‘কৌশল গঙ্গা’ নামক একটি ডিজিটাল পোর্টালের মাধ্যমে। এছাড়া ‘কৌশল আজীবিকা’ ও ‘কৌশল বাজার’-এর মতো ডিজিটাল মাধ্যমগুলি প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রার্থীদের কর্মক্ষেত্রে যুক্ত হতে সাহায্য করবে।

এই গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে ‘কৌশল গঙ্গা’ নামক একটি ডিজিটাল পোর্টালের মাধ্যমে। এছাড়া ‘কৌশল আজীবিকা’ ও ‘কৌশল বাজার’-এর মতো ডিজিটাল মাধ্যমগুলি প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রার্থীদের কর্মক্ষেত্রে যুক্ত হতে সাহায্য করবে। এনএইসি পোশাক শিল্পের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেবে এবং সরকারি সংস্থা এসসিভিটি এই প্রশিক্ষণের শংসাপত্র প্রদান করবে।

রাজ্যের দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল জানিয়েছেন, যোগী সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের প্রতিটি যুবককে স্বাবলম্বী করে তোলা। এই মউ শিল্প সংস্থা ও শিক্ষার মধ্যে একটি মজবুত সেতু গড়ে তুলবে। উত্তরপ্রদেশকে দেশের ‘স্কিল হাব’ হিসেবে গড়ে তোলার পথে এই উদ্যোগ এক অনন্য মাইলফলক। আধিকারিকদের মতে, সরকারি এই নীতির ফলে শুধু যে কর্মসংস্থানই বাড়বে তা নয়। রাজ্যে বিনিয়োগ ও উদ্যোগও বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement