shono
Advertisement
Yogi Afityanath

'কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন', ঘোষণা যোগীর

'রঙ্গোৎসব ২০২৫'-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
Published By: Hemant MaithilPosted: 01:39 PM Mar 08, 2025Updated: 01:43 PM Mar 08, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: একদিনের সফরে মথুরা গিয়ে 'রঙ্গোৎসব ২০২৫'-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই জেলার ঐতিহাসিক শহর বারসানায় উৎসবের সূচনা করে তিনি জানালেন, কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন। শ্রীলাডলিজি মহারাজ মন্দিরে প্রার্থনাও করলেন তিনি। জানিয়ে দিলেন, ঐতিহ্যবাহী লাঠমার হোলি এবং রঙের উৎসব পালিত হবে জাঁকজমকের সঙ্গে।

Advertisement

তাঁর ভাষণে তিনি ব্রজভূমিকে ভক্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেন। জানান ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই অঞ্চল। যার প্রতিটি কণায় শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি অনুভূত হয়। সেই সঙ্গেই তিনি বলেন, উত্তরপ্রদেশ তিনটি পবিত্র তীর্থস্থানের জন্য গর্বিত। সেগুলি হল কাশী, অযোধ্যা ও মথুরা। যা সনাতন ঐক্যের চিরকালীন প্রতীক। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। যোগী বলেন, মোদির নেতৃত্বেই ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এই সব অঞ্চলে। যার সাম্প্রতিকতম নিদর্শন প্রয়াগরাজের মহাকুম্ভ।

সেই সঙ্গেই যোগী বলেন, যাঁরা সনাতন ধর্মকে প্রশ্নবিদ্ধ করেছেন, ভুল তথ্য ছড়িয়েছেন এবং এর মর্ম বিকৃত করার চেষ্টা করেছেন, তাঁরা ভক্ত-অনুগামীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছেন। হোলিকে ঐক্য ও সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলিষ্ঠতার সঙ্গে বলেন যে, মহাকুম্ভ বিশ্বকে ঐক্যের বার্তা প্রদান করেছেন। হোলি এটিকে আরও শক্তিশালী করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিনের সফরে মথুরা গিয়ে 'রঙ্গোৎসব ২০২৫'-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • ওই জেলার ঐতিহাসিক শহর বারসানায় উৎসবের সূচনা করে তিনি জানালেন, কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন।
  • শ্রীলাডলিজি মহারাজ মন্দিরে প্রার্থনাও করলেন তিনি। জানিয়ে দিলেন, ঐতিহ্যবাহী লাঠমার হোলি এবং রঙের উৎসব পালিত হবে জাঁকজমকের সঙ্গে।
Advertisement