হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশকে 'উদ্যম প্রদেশে' রূপান্তরিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল যোগী সরকার। ইউপি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড লজিস্টিকস ক্লাস্টার (ইউপিআইএমএলসি)-এর অধীনে শিল্প ইউনিট স্থাপনের প্রস্তুতি শুরু হল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইউপিইআইডিএ উন্নাও, হরদই এবং সম্ভালে প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
উদ্যোক্তারা এখন উন্নাওতে ১১.৩৬ হেক্টরের বেশি এবং সম্ভাল ও হরদইতে ১.২ হেক্টরের বেশি জমির জন্য আবেদন করতে পারবেন। এই প্লটগুলিতে উন্নতমানের পরিকাঠামো রয়েছে। যার মধ্যে অন্যতম ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহের সুবিধা, নিষ্কাশন ব্যবস্থা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রভৃতি। আর এই প্রকল্পে ৩৩টি IMCL গড়ে তোলা হবে উত্তরপ্রদেশের ৩০ জেলায়। উন্নাও, সম্ভাল ও হার্দোইয়ে জমি বরাদ্দ করা হয়েছে।
উন্নাও, সম্ভাল এবং হরদই ক্লাস্টার, যেগুলি উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলি গঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে অবস্থিত। ফলে নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি করা সম্ভব। উন্নাওতে, আইএমএলসি ১৩৫.২৬ হেক্টর জুড়ে বিস্তৃত হবে, যার মূল বরাদ্দের হার প্রতি বর্গমিটারে ৫,০১০ টাকা। প্রতিটি ক্লাস্টারে সুপরিকল্পিত সড়ক নেটওয়ার্ক, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, নিবেদিতপ্রাণ জল পরিকাঠামো, নিষ্কাশন ব্যবস্থা এবং এসটিপির সুবিধা রয়েছে। এই শিল্পাঞ্চলগুলিতে প্লট অধিগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা নিবেশ মিত্র পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
