shono
Advertisement

Breaking News

বন্ধুত্ব দিবসে ডেলিভারি বয়ের ভূমিকায় খোদ Zomato সিইও! ক্রেতাদের দিলেন স্পেশ্যাল গিফ্ট

সংস্থার সিইওর এহেন আচরণে মুগ্ধ নেটিজেনরা।
Posted: 07:22 PM Aug 06, 2023Updated: 07:22 PM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধু পাশে থাকলে মন ভাল থাকে। মুখে ফোটে হাসি। আর তাই ক্রেতাদের মুখে হাসি ফোটাতে এই বন্ধুত্ব দিবসকেই বেছে নিলেন জোম্যাটোর সিইও। নিজের এসি ঘরের চেয়ার ছেড়ে সাক্ষাৎ ডেলিভারি বয়ের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি।

Advertisement

জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থার সিইও দীপেন্দর গয়াল বন্ধুত্ব দিবসে রীতিমতো চমকে দিলেন ক্রেতাদের। বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তিনি। রেস্তরাঁ থেকে ডেলিভারি পার্টনার এবং ক্রেতাদের কাছে নিজেই খাবার পৌঁছে দিলেন তিনি। সঙ্গে দিলেন ফ্রেন্ডশিপ ব্যান্ডও। নিজেই সোশ্যাল অ্যাকাউন্টে সেসব ছবি পোস্ট করেন দীপেন্দর। সংস্থার সিইওর এহেন আচরণে মুগ্ধ নেটিজেনরা। সিইও হয়েও যে স্পেশ্যাল দিনে ডেলিভারি বয়ের ভূমিকা পালন করা যায় এবং সে কাজ যে ছোট নয়, তারই প্রমাণ দিলেন দীপেন্দর। এমনটাই বলছে নেটিজেনদের একাংশ। অনেকে আবার বলছেন, সংস্থার ডেলিভারি বয়দের উৎসাহ দিতে সিইও যা করলেন, তা নিঃসন্দেহে অনন্য।

[আরও পড়ুন: অবসর নয়, উলটে টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ রোহিতের! কী করবেন নির্বাচকরা?]

কেউ কেউ আবার বলছেন, আজ সুইগির তুলনায় জোম্যাটো থেকেই বেশি খাবার অর্ডার করবেন ক্রেতারা। এই আশায় যে তাঁদের সঙ্গে যেন দেখা হয়ে যায় সিইওর। পাশাপাশি বন্ধুত্ব দিবসে ‘নতুন বন্ধু’র থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পেলে মন্দ কী! অনেকে তো মজা করে প্রশ্নও করে ফেলেছেন, আপনি কি চণ্ডীগড়েও ডেলিভারি দিতে আসেন? তাহলে দেখা হয়ে যেত।

রেস্তরাঁ পার্টনার এবং ক্রেতাদের থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত দীপেন্দর গয়ালও। বন্ধুত্ব দিবসে ভাল খাবার আর ভালবাসার বিনিময়ে অনেকখানি সম্মান নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

[আরও পড়ুন: মাস্ক-জুকারবার্গের লড়াইয়ে সরাসরি সম্প্রচার, সংগৃহীত অর্থ যাবে সমাজকল্যাণের কাজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement