shono
Advertisement

হ্যাক হল Zomato, চুরি গেল ১ কোটিরও বেশি গ্রাহকের তথ্য

ভারতের সব থেকে বড় 'রেস্টুরেন্ট গাইড' 'Zomato'৷
Posted: 01:53 PM May 18, 2017Updated: 08:23 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে সাইবার সন্ত্রাস৷ বিশ্বজুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলার পর এবার হ্যাক হল ভারতের সব থেকে বড় ‘রেস্টুরেন্ট গাইড’ ‘Zomato’-র ওয়েবসাইট৷ চুরি গিয়েছে প্রায় ১ কোটি ৭০ লক্ষ গ্রাহকের তথ্য৷ সিকিউরিটি ব্লগ ‘হ্যাকরিড’-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ‘nclay’ নামের একটি অনলাইন প্রোফাইল দাবি করেছে যে তারা ‘Zomato’-র ওয়েবসাইট থেকে গ্রাহকদের তথ্য চুরি করেছে এবং যে কেউ চাইলেই ওয়েবসাইটের কালোবাজার থেকে তা কিনতে পারে৷

Advertisement

[সীমান্ত পেরিয়ে হামলা হলে যোগ্য জবাব দিক সেনা, মন্তব্য জেটলির]

জানা গিয়েছে, হ্যাকাররা  ‘Zomato’-র রেজিস্টার্ড গ্রাহকদের ই-মেল ও পাসওয়ার্ড চুরি করেছে৷ ১ হাজার ডলার মূল্যে তা বিক্রি করা হচ্ছে৷ সিকিউরিটি ব্লগ ‘হ্যাকরিড’ দাবি করেছে, হ্যাকাররা যে গ্রাহকদের নাম প্রকাশ করেছে, তাঁদের প্রত্যেকের নামেই ‘Zomato’ অ্যাকাউন্ট রয়েছে৷

প্রসঙ্গত, ‘ডিজিটাল যুগে’ গতসপ্তাহ থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে ‘WannaCry’ নামের ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাসের হামলা৷ প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করে ওই ভাইরাস৷ সম্প্রতি, অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘Webroot’-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র‍্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা৷ মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু  কম্পিউটার ভাইরাসটির মতোই৷ আক্রান্ত মোবাইলটিকে ‘লক’ করে দেবে ওই ভাইরাস৷ তারপর ২০০ বা ৩০০ ডলারের ‘র‍্যানসম’ দাবি করা হবে৷ ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এমন একটি র‍্যানসমওয়্যার হচ্ছে ‘সিম্পললকার’৷ ২০১৪ সালে প্রথম এই র‍্যানসমওয়্যার ভাইরাসের দেখা মেলে৷ যদিও আইফোনে র‍্যানসমওয়্যার হামলার  ঘটনা আজ পর্যন্ত ঘটেনি৷

[এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস!]

উল্লেখ্য, বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র‍্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷

[বিপাকে কার্তি চিদম্বরম, আরও চারটি মামলায় তদন্ত শুরু করবে সিবিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement