shono
Advertisement

আমেরিকায় গ্রেপ্তার পড়ুয়াদের জন্য হটলাইন পরিষেবা শুরু ভারতীয় দূতাবাসে

জাল পাসপোর্ট ও ভিসার কারবার চালানোর অপরাধে গ্রেপ্তার ভারতীয় পড়ুয়ারা৷ The post আমেরিকায় গ্রেপ্তার পড়ুয়াদের জন্য হটলাইন পরিষেবা শুরু ভারতীয় দূতাবাসে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM Feb 02, 2019Updated: 04:45 PM Feb 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে রমরমিয়ে জাল পাসপোর্ট ও ভিসার কারবার চালাত ১২৯ জন ভারতীয় পড়ুয়া৷ এই অভিযোগে তাদের গ্রেপ্তার করে আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর। ইতিমধ্যে এই পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এসেছে আমেরিকার ভারতীয় দূতাবাস৷ তাদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হটলাইন পরিষেবা চালু করা হয়েছে৷ ব্যবস্থা করা হয়েছে সব রকমের আইনি সহায়তার৷ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এর আগে মার্কিন মুলুকে এত বেশি সংখ্যক ভারতীয় পড়ুয়ার একসঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা৷

Advertisement

[মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর… ]

ধৃতদের বিরুদ্ধে তদন্তে নেমেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তদন্তকারীরা৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থের বিনিময়ে বিদেশিদের পড়ুয়াদের জাল পরিচয়পত্রের ব্যবস্থা করে দিত তারা৷ এই জাল ভিসা ও পাসপোর্টের কারবারিদের ধরতে একটি পরিকল্পনা তৈরি করেন তদন্তকারীরা৷ সেই প্ল্যান অনুযায়ী ফার্মিংটন হিলস নামে একটি বিশ্ববিদ্যালয় শুরু করে তারা৷ তদন্তকারীদের বিছানো ফাঁদে পা দেয় অভিযুক্তরা। ওই বিশ্ববিদ্যালয়ে ভরতি হয় তারা এবং সেখানে এই চক্র শুরুর চেষ্টা করে।  তখনই তাদের হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা৷ যদিও গ্রেপ্তার হওয়া এই ভারতীয় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস৷ তাদের জন্য ২৪ ঘণ্টার পরিষেবা চালু করা হয়েছে। cons3.washington@mea.gov.in- এই ইমেল আইডিতে যোগাযোগ করলে গ্রেপ্তার ছাত্রদের বিষয়ে জানতে পারা যাবে বলে দূতাবাস সূত্রে খর৷

[সহপাঠীকে মেরে রক্তপান, হাসপাতালে চিকিৎসক সেজে ধৃত ‘ভ্যাম্পায়ার’]

প্রসঙ্গত, অভিবাসন নীতি না মানার অভিযোগে কয়েকদিন আগেই ৬০০ জন ভারতীয় পড়ুয়া আটক হয়েছিল আমেরিকায়। এঁদের প্রত্যেকের বয়সই কুড়ি থেকে তিরিশের মধ্যে। তল্লাশি চালিয়ে এদের আটক করেছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি৷ আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ২০১৫ থেকে যৌথভাবে ‘আন্ডারকভার অপারেশন’ শুরু হয়েছিল৷ অপারেশনটি শুরু করেছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস। এরা যে আরও সক্রিয় হবে, এত ধরপাকড় থেকে সেই ইঙ্গিতই মিলছে।

The post আমেরিকায় গ্রেপ্তার পড়ুয়াদের জন্য হটলাইন পরিষেবা শুরু ভারতীয় দূতাবাসে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement