shono
Advertisement

উৎসবের বাড়তি ভিড় এড়াতে সাপ্তাহিক ‘সুবিধা স্পেশাল’

অক্টোবর মাস থেকে চালু হবে রেলের এই বিশেষ পরিষেবা৷
Posted: 04:01 PM Sep 10, 2016Updated: 10:41 AM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমের বাড়তি ভিড় এড়াতে সাপ্তাহিক ‘সুবিধা স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল৷ জানা গিয়েছে, অক্টোবর মাস থেকে চালু হবে রেলের এই বিশেষ পরিষেবা৷ তবে বিশেষ  ট্রেনগুলির সর্বনিম্ন ভাড়া তৎকালের ভাড়ার সমান৷ সাপ্তাহিক এসি সুপারফার্স্ট ট্রেনগুলি হল হাওড়া-আনন্দ বিহার, হাওড়া-জম্মু তাওয়াই, মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি, মুম্বই সেন্ট্রাল-লখনউ জংশন এবং বান্দ্রা টার্মিনাস-গোরক্ষপুর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement