সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান। চিনা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত ভারতও। রণসজ্জার পাশাপাশি ভারত-চিন সীমান্ত তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) কর্মরত জওয়ানদের ক্ষেত্রে বেশকিছু নিয়ম বদল করছে কেন্দ্র সরকার। বদল আনা হচ্ছে ‘রুলস অব এনগেজমেন্ট’-এ (Rules of Engagement)।
সূত্রের খবর, নতুন নিয়মে চূড়ান্ত পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কোনও বারণ থাকবে না সেনাবাহিনীর উপরে। প্রতিরক্ষা মন্ত্রকও ইতিমধ্যে এই নীতিতে সায় দিয়েছে। এতদিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনা মুখোমুখি হলেও আগ্নেয়াস্ত্র ব্যবহার করত না ভারতীয় সেনাবাহিনী। এবার সেই নিয়মে চূড়ান্ত বদল আনছে কেন্দ্র। এবার থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকে (Indian Army) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলেও খবর। ফলে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হলে, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ওয়াকিবহাল মহলের কথায়, ইট ছুঁড়লে এবার পাটকেল খেতে হবে লালফৌজকেও।
[আরও পড়ুন : লাদাখের সংঘর্ষে ভারতও চিনের বহু সৈন্যকে বন্দি করেছিল! বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী]
সূত্রের খবর, গত সোমবার রাতে কার্যত অতর্কিত হানা (India china Face off) দিয়েছিল চিনা সেনা। নিয়ম মেনে ভারতীয় সেনা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলেই খবর। ফলে কার্যত একতরফা দাপট দেখিয়েছে ড্রাগনের দেশের ফৌজ। যদিও প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ভারতীয় জওয়ানরা উচিৎ শিক্ষা দিয়েছে। তারপরেও জল্পনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিয়মবিধি নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি, সীমান্তরেখা বরাবর তৎপরতা বাড়িয়েছে লালফৌজ। মজুত হয়েছে যুদ্ধের সাজ-সরঞ্জাম। পিছিয়ে নেই ভারতীয় সেনাও। জম্মু-কাশ্মীরের আকাশে চক্কর কেটেছে একাধিক যুদ্ধবিমান। বায়ুসেনা সূত্রের মতে, মিরাজ, সুখোইয়ের মতো অত্যাধুনিক বিমানকে ইতিমধ্যেই ফরওয়ার্ড বেসে পাঠানো হয়েছে। লেহ-র আকাশে উড়েছে অ্যাপাচে কপ্টার। এরপর রুলস অব অনগেজমেন্টের মতো পুরনো নিয়মেও বদল আনল কেন্দ্র। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, ইট মারলে এবার পাটকেল ছুঁড়তে কোমর বাঁধছে ভারতীয় সেনাও।
[আরও পড়ুন : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ, একমাত্র আশার আলো সুস্থতার হার]
The post ইটের জবাব পাটকেলে! প্রয়োজনে চিন সীমান্তে সেনাকে আগ্নেয়ান্ত্র ব্যবহারের অনুমতি কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.