shono
Advertisement

Breaking News

কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের

আরও তিনটি মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছে সে৷ The post কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Aug 08, 2018Updated: 01:24 PM Aug 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুনের ঘটনায় অ্যাডাম পুরিনতন নামে একজনকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত৷ ওই ব্যক্তিকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেওয়া হয়েছে৷ পঞ্চাশ বছরের যাবজ্জীবন সাজা চলাকালীন অ্যাডাম পুরিনতন প্যারোলে মুক্তি পাবে না বলেও জানিয়ে দিয়েছেন কানসাসের জনসন কাউন্টি আদালতের বিচারক৷

Advertisement

[এক গানেই মাত নেটিজেনরা, কী করলেন পাকিস্তানের যুবক?]

সাজাপ্রাপ্ত অ্যাডাম পুরিনতন, প্রাক্তন নৌসেনা আধিকারিক৷ কানসাস শহরের অস্টিন বার অ্যান্ড গ্রিলসে গুলি চালায় সে৷ এই ঘটনায় মৃত্যু হয় ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার৷ আমেরিকায় একটি জিপিএস তৈরির সংস্থায় কাজ করতেন শ্রীনিবাস৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘দেশ থেকে বেরিয়ে যাও, এই কথা বলার পরই শ্রীনিবাসকে লক্ষ্য করে গুলি চালায় অ্যাডাম৷’’ ঘটনার সময় অস্টিন বার অ্যান্ড গ্রিলসে ছিলেন আরও এক ভারতীয়৷ মাদাসনি নামে ওই ভারতীয় যুবক-সহ দু’জন গুলিবিদ্ধ হয়ে জখম হন৷ গ্রেপ্তার করা হয় অ্যাডাম পুরিনতনকে৷ রুজু করা হয় মামলা৷ প্রথমে যদিও খুনের কথা অস্বীকার করে অ্যাডাম পুরিনতন৷ পরে আদালতে অস্টিন বার অ্যান্ড গ্রিলসে গুলি চালানোর কথা এবং গুলিবিদ্ধ হয়ে ভারতীয় ইঞ্জিনিয়ারের খুনের কথা স্বীকার করে নেয় সে৷ গত বছর মে মাসেই একথা আদালতে জানায় সে৷ অ্যাডাম জানায়, বর্ণবিদ্বেষ ও জাতিবিদ্বেষের কারণেই শ্রীনিবাসকে খুন করেছে সে৷ সোমবার ওই মামলার রায় ঘোষণা করেন মার্কিন আদালতের বিচারক৷ বিচারক অ্যাডামকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন৷ সাজা চলাকালীন প্যারলে সে মুক্তি পাবে না বলেও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়৷ ভারতীয় ইঞ্জিনিয়ারকে খুনে দোষী অ্যাডামকে এর আগে আরও তিনটি মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত৷

[বিয়ে করল ওসামা পুত্র হাজমা বিন লাদেন, পাত্রী কে জানেন?]

চলতি বছরেও মার্কিন মুলুকে পড়তে গিয়ে খুন হতে হয় এক ভারতীয় ছাত্রকে৷ তেলেঙ্গানার বাসিন্দা শরৎ চাকরির সুবাদে থাকতেন হায়দরাবাদে৷ চলতি বছরের শুরুতে সেই চাকরি ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন তিনি৷ কানসাসের এক রেস্তরাঁয় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজরা৷

[ক্যালিফোর্নিয়ায় শপিংমলের পার্কিংলটে ভেঙে পড়ল বিমান, পাঁচ জনের মৃত্যু]

The post কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement