সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে গোটা দেশে। কেন্দ্রের দিকে সাহায্যের হাত বাড়িছে দিয়েছে টাটা-রিলায়েন্স-ইনফোসিসের মতো কোম্পানিগুলি। যথাসাধ্য আর্থিক অনুদান দিয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছেন খেলার ও বিনোদুনিয়ার সেলেবরাও। সুপারস্টার সলমন খান আবার এমন কঠিন পরিস্থিতিতে ২৫ হাজার শ্রমিকের দেখভালের দায়িত্বে নিয়েছেন। এবার এগিয়ে এলেন সানিয়া মির্জাও। মারণ ভাইরাসের সঙ্গে যুঝতে অর্থ সংগ্রহে নেমেছেন তিনি।
দেশের এমন দুর্দিনে জনসাধারণকে সাহায্য ইতিমধ্যেই এক কোটি ২৫ লক্ষ টাকা তুলে ফেলেছেন ভারতীয় টেনিসসুন্দরী। শুধু তাই নয়, দুস্থদের মুখে খাবারও তুলে দিয়েছেন। টুইট করে হায়দরাবাদি তারকা জানান, “একটা দল হিসেবে কাজ কছি আমরা। গত সপ্তাহে হাজারেরও বেশি গরিব-দুস্থ পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছিলাম। আর এক সপ্তাহে এক কোটি ২৫ লক্ষ টাকা তুলতে পেরেছি। যা অন্তত এক লক্ষ মানুষের উপকারে লাগবে। এই কাজ আগামিদিনেও চালিয়ে যাব।”
[আরও পড়ুন: করোনা মোকাবিলায় অনুদান ঘোষণা রোহিতের, এগিয়ে এলেন পথকুকুরদের সাহায্যার্থে]
গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নাগরিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। পিএম-কেয়ার্স ত্রাণ তহবিলে আর্থিকভাবে সাহায্য করার অনুরোধ করেছেন। সাড়াও মিলেছে বিপুল। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, সুরেশ রায়না প্রত্যেকেই এগিয়ে এসেছেন। আর্থিক সাহায্য করেছেন। পিভি সিন্ধু, দীপা মালিকের মতো খেলার দুনিয়ার তারকারাও। দুস্থদের ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। যদিও স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও করোনার স্টেজ টু-তেই রয়েছে করোনা। তবে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর। এমন পরিস্থিতিতে সানিয়া চান, আতঙ্কিত না হয়ে, একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
[আরও পড়ুন: দিল্লি সরকারের পাশে SAI, জওহরলাল নেহরু স্টেডিয়াম বদলে যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে]
The post করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহে নেমেছেন সানিয়া, সাহায্য করলেন দুস্থ পরিবারগুলিকে appeared first on Sangbad Pratidin.