shono
Advertisement

কাবুলে অপহৃত কলকাতার কন্যা

বৃহস্পতিবার রাতে তাঁকে অফিসের সামনে থেকেই অপহরণ করা হয়৷ অপহৃত হওয়ার পরেও বেশ কিছুক্ষণ জুডিথের মোবাইল ফোন চালু ছিল৷ The post কাবুলে অপহৃত কলকাতার কন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 PM Jun 10, 2016Updated: 02:57 PM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাবুলে অপহৃত এক ভারতীয়৷ এবারে অপহৃত কলকাতার বাসিন্দা জুডিথ ডি’সুজা। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৪০ বছরের জুডিথ আফগানিস্তানের কাবুলে ‘আঘা খান নেটওয়ার্ক’ নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থায় সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা পদে কাজ করতেন৷ বৃহস্পতিবার রাতে তাঁকে অফিসের সামনে থেকেই অপহরণ করা হয়৷

Advertisement

অপহৃত হওয়ার পরেও বেশ কিছুক্ষণ জুডিথের মোবাইল ফোন চালু ছিল৷ সেই সময়ের লোকেশন দেখে তাঁর খোঁজ শুরু করেছে আফগান পুলিশের বিশেষ বাহিনী৷ জুডিথকে উদ্ধার করার প্রক্রিয়া নিয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ বিদেশমন্ত্রকের তরফ থেকে কলকাতায় জুডিথের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে৷ প্রতি মুহূর্তের প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে৷

বেশ কয়েক বছর ধরে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করছেন জুডিথ। সামাজিক ও আর্থিক সাম্য, খাদ্য নিরাপত্তা এবং মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে প্রচার করছিলেন তিনি। কাজ করেছেন দিল্লি, রোম, প্যারিসেও। ২০১৫ সালে যান আফগানিস্তানে।

উল্লেখ্য, ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’-এর লেখক কলকাতার মেয়ে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে ২০১৩ সালে আফগানিস্তানের পাকতিতা প্রদেশে নিজের বাড়ির বাইরে তালিবান জঙ্গিরা গুলি করে খুন করে৷ গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তান সফরে গিয়েছিলেন৷ দু’দেশের মধ্যে প্রগতিমূলক নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷ তবে তার আগে গত মাসে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের নোটিস পাঠিয়ে সে দেশে অবাধ ঘোরাফেরা করার বিষয়ে সতর্ক করেছিল ভারতীয় দূতাবাস। সমাজ সংস্কারমূলক কাজের জন্যই জুডিথকে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

 

The post কাবুলে অপহৃত কলকাতার কন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement