সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Aqua Power HD 4G মডেলের পর ফের আরেকটি নতুন মডেল বাজারে আনল Intex৷ নতুন মডেল, Intex Cloud String V2.0 পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্টে৷
এই মডেলটি পূর্বতন Cloud String HD স্মার্টফোনের আপডেটেড ভার্সন বলা যেতে পারে৷ যেটি চলতি বছরের মে মাসে বাজারে এসেছিল৷ নতুন মডেলটির ডিসপ্লে ৫ ইঞ্চির(এইচডি)৷ রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশন৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর প্রসেসর, সঙ্গে ২ জিবি র্যাম৷ ১৬ জিবির ইন্টারনাল মেমোরি, যা এক্সপ্যান্ডেবল মাইক্রো এস কার্ডের সাহায্যে৷
এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, সঙ্গে ব্যাটারি ২২০০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে টানা ৭ ঘণ্টা কথা বলা যাবে৷ এই স্মার্টফোনটি কিন্তু ফোর-জি সাপোর্টেড নয়৷ তবে এই মডেলটির ক্যামেরা বেশ ভাল৷ রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, ফ্রন্ট ৫ এমপি-র৷ স্লো-মোশন ভিডিও শুটিংয়ের সুবিধা৷ তবে এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনোলজি৷ মাত্র ৬৪৯৯ টাকায় বাজারে আর পাঁচটা ফোনে মোটেও এই সুবিধা মেলে না৷
The post ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ বাজারে Intex Cloud String V2.0 appeared first on Sangbad Pratidin.