shono
Advertisement

Breaking News

IPL 2021: প্রথম ম্যাচেই নিয়ম ভেঙে ১২ লক্ষ টাকা জরিমানা হল ধোনির

দিনটা সত্যিই ভাল গেল না ক্যাপ্টেন কুলের।
Posted: 09:38 AM Apr 11, 2021Updated: 09:38 AM Apr 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দিনটা সত্যিই ভাল গেল না মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। একেই নিজেদের প্রথম ম্যাচেই দিল্লির কাছে হারের জ্বালা। গোদের উপর বিষফোঁড়ার মতো আবার ম্যাচ শেষে মোটা অঙ্কের জরিমানার মুখেও পড়তে হল ক্যাপ্টেন কুলকে।

Advertisement

গত মরশুমে প্রথমবার প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। দল ও অধিনায়কের পারফরম্যান্স হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু দেশের মাটিতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তিনবারের চ্যাম্পিয়নরা। কিন্তু প্রত্যাশিতভাবে শুরুটা করতে পারল না চেন্নাই। উলটে ধোনিকে হারিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন ঋষভ পন্থ। হলুদ জার্সিতে কামব্যাক করে সুরেশ রায়না ভাল ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না। ব্যাট হাতে নেমে রানের খাতাই খুলতে পারেননি ধোনি। সাত উইকেটে জিতে যায় দিল্লি। আর ম্যাচ শেষেই জরিমানার মুখে পড়তে হয় মাহিকে।

[আরও পড়ুন: দুরন্ত ব্যাটিং পৃথ্বী-ধাওয়ানের, দীর্ঘদিন পর মাঠে নেমেই হারের মুখ দেখলেন ধোনি]

স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা হয় ধোনির। আইপিএলের কোড অফ কনডাক্ট অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে এই অঙ্কের অর্থই গুনতে হবে অধিনায়ককে। প্রথমবারের ভুলের ক্ষেত্রে হবে জরিমানা। তবে ভুলের পুনরাবৃত্তি হলে ম্যাচ থেকে সাসপেন্ডও করা হয়ে থাকে ক্যাপ্টেনকে। আইপিএলের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চলতি আইপিএলে (IPL 2021) এটাই ওঁর (ধোনির) প্রথম ভুল। সেই কারণেই শুধুমাত্র ১২ লক্ষ টাকা জরিমানা করা হল তাঁকে।”

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) চায়, চলতি টুর্নামেন্টে ৯০ মিনিটে ২০ ওভার শেষ করুক একটি দল। কিন্তু চেন্নাই তা পারেনি। এমনকী নির্ধারিত ২০ ওভারের ৮ বল বাকি থাকতেই জয় পকেটে পুরে ফেলে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ শনিবার ওয়াংখেড়েতে ১৮.৪ ওভার বল করেছে চেন্নাই। তা সত্ত্বেও জরিমানার মুখে পড়তে হল ধোনিকে।

[আরও পড়ুন: ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL দেখতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট? কী জানাল বোর্ড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement