সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় কোহলির সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে কোহলি, জাদেজা, মণীশ পাণ্ডেদের সতীর্থ ছিলেন তিনি। এবার আইপিএলে আম্পায়ার হিসেবে দেখা যাবে কোহলির প্রাক্তন সতীর্থ তন্ময় শ্রীবাস্তবকে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রান ছিল তন্ময়ের। তারপর আইপিএলে পাঞ্জাবের দলে ডাকও পান। সেই দলে ৭টি ম্যাচ খেলেন। তবে আইপিএলের জগতে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য অনেক দিনই খেলেছেন। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন উত্তরপ্রদেশের প্লেয়ার। তারপর বিসিসিআইয়ের পরীক্ষার লেভেল ২ পাস করেন। আর ৩৫ বছর বয়সে তিনি ফের আইপিএলে ফিরছেন। তবে সেটা আম্পায়ার হিসেবে।
যদিও এবার তিনি মাঠে থাকবেন না। বরং ম্যাচ আম্পায়ার হিসেবে থাকবেন তন্ময়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলছেন, "আমার পক্ষে যতটুকু দেওয়ার ছিল, ততটুকু দিয়েছি। কিন্তু আইপিএলের মানের ধারেকাছে পৌঁছতে পারিনি। ফলে আমাকে ভাবতে হয়েছিল, ক্রিকেটার হিসেবে চেষ্টা চালিয়ে যাব? নাকি দ্বিতীয় ইনিংস শুরু করব?"
তবে কোহলির সঙ্গে এখনও যোগাযোগ আছে তাঁর। তন্ময় বলেন, "আমার সঙ্গে বিরাটের যোগাযোগ রয়েছে। তবে সিদ্ধান্ত নিজেকেই নিতে হত। আর সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে।" কোচিংয়ের কোর্স করেছেন তিনি। কিন্তু বুঝতে পেরেছিলেন, সেই কাজে সাফল্য পাবেন না। এই বিষয়ে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গেও কথা বলেন তন্ময়। অবশেষে আম্পায়ারের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। আর তন্ময়ই প্রথম ব্যক্তি, যিনি আইপিএলে খেলেছেন, আবার আম্পায়ারিংও করবেন।