shono
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসা বিদেশিদের অপহরণের ছক আইএস জঙ্গিদের! সতর্কতা পাকিস্তানে

১৯ ফেব্রুয়ারি থেকে পাকভূমে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
Published By: Anwesha AdhikaryPosted: 02:10 PM Feb 24, 2025Updated: 02:10 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা! বিস্ফোরক তথ্য প্রকাশ করল পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। জঙ্গিদের এমন পরিকল্পনার কথা জানতে পেরে দেশজুড়ে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার অভাব রয়েছে বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত।

Advertisement

১৯ ফেব্রুয়ারি থেকে পাকভূমে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই উপলক্ষে পাকিস্তানে বিদেশি অতিথিদের ভিড়। ৭টি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেটপ্রেমী, বিদেশি আধিকারিক গিয়েছেন সেদেশে। সেই সুযোগেই বড়সড় অপরাধের ছক কষছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। পাক গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKPর সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে। মুক্তিপণ হিসাবে বিরাট অঙ্কের অর্থ পেতেই অপহরণের ছক কষা হচ্ছে।

অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ 'সেফ হোমে'র ব্যবস্থাও করেছে জঙ্গিরা। মূলত শহরতলি এলাকায় থাকছে সেফ হোম, যেখানে সিসিটিভি বা অন্য কোনওভাবে নজরদারি নেই। মোটরবাইক বা সাইকেল ছাড়া সেখানে যাওয়ার উপায়ও নেই। বিদেশিদের অপহরণ করার পর রাতের অন্ধকারে তাঁদের এই সেফ হোমগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই আটকে রাখা হবে বিদেশিদের। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিদেশিদের সরিয়ে নিয়ে যাবে জঙ্গিরা। এমন ছকের খবর পেয়েই দেশজুড়ে সতর্কতা জারি করেছে পাক গোয়েন্দা বিভাগ। জঙ্গিরা কোথায় অপারেশন চালাতে পারে, এমন জায়গায় নজরদারি চালাচ্ছে আফগানিস্তানের গোয়েন্দারাও। মূলত চিন এবং আরবের নাগরিকদের নিশানা করছে জঙ্গিগোষ্ঠী।

উল্লেখ্য, নিরাপত্তার অভাব রয়েছে বলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দুবাইয়ে টুর্নামেন্ট খেলছে মেন ইন ব্লু। কিন্তু অংশগ্রহণকারী বাকি দলগুলি পাকিস্তানেই রয়েছে। তিনটি শহর ঘুরে ঘুরে খেলছে তারা। গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠছে দলগুলির নিরাপত্তা নিয়েও। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলার কথাও মনে করিয়ে দিচ্ছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKPর সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে।
  • অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ 'সেফ হোমে'র ব্যবস্থাও করেছে জঙ্গিরা।
  • নিরাপত্তার অভাব রয়েছে বলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দুবাইয়ে টুর্নামেন্ট খেলছে মেন ইন ব্লু।
Advertisement