shono
Advertisement

কান্দাহার বিমান ছিনতাই নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দোভাল

এর ফলে কি ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকবে? The post কান্দাহার বিমান ছিনতাই নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দোভাল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Jan 15, 2017Updated: 12:44 PM Jan 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ১৯৯৯-এ ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমান ছিনতাইয়ের পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদত ছিল৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি একটি বইতে এমনই দাবি করেছেন৷ ১৮০ জন যাত্রী-সহ কাঠমান্ডু-দিল্লীগামী বিমান অপহরণের সময় দোভালই অপহরণকারীদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন৷

Advertisement

(পাকিস্তানের ছত্রছায়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছে মুজাহিদিন জঙ্গি নেতা)

১৯৯৯-এর ২৪ ডিসেম্বর উড়ান ভরার খানিকক্ষণের মধ্যেই পাঁচ তালিবানি জঙ্গি বিমানটি হাইজ্যাক করে৷ জঙ্গিদের দাবি মেনে মৌলানা মাসুদ আজহার, আহমেদ ওমর সঈদ ও মুস্তাক জারগারকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত সরকার৷ দোভাল মন্তব্য করেছেন, মধ্যস্থতা করার সময় তিনি যখন টারম্যাকে পৌঁছান, তখন সেখানে তালিবান জঙ্গিরা হাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল৷ আচমকাই সেখানে তিন আইএসআই চরকে দেখতে পান দোভাল৷ তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, অন্যজন মেজর জেনারেল৷ দোভাল বহুদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে পাকিস্তানে কর্মরত ছিলেন৷ পাক গুপ্তচরদের তিনি নিজের হাতের তালুর মতো চেনেন৷

(ভারতীয় সেনাবাহিনীর উপর মোবাইল অ্যাপসের মাধ্যমে নজরদারি পাকিস্তানের)

দোভালের দাবি, তালিবানিদের পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত না থাকলে ভারত সহজেই ওই সমস্যা মিটিয়ে ফেলতে পারত৷ মাইরা ম্যাকডোনাল্ডের লেখা ‘ডিফিট ইজ অ্যান অরফ্যান, হাউ পাকিস্তান লস্ট দ্য গ্রেট সাউথ এশিয়া ওয়ার’ বইয়ে এমনই জানিয়েছেন দোভাল৷ তিনি দাবি করেছেন, কান্দাহারে তালিবানি জঙ্গিরা আইএসআই চরদের সঙ্গে কথা বলছিল৷ “কান্দাহারে জঙ্গিরা আইএসআইয়ের কাছ থেকে প্রতক্ষ মদত না পেলে আমরা অপহৃত যাত্রীদের ছাড়িয়েও আনতে পারতাম” বলছেন দোভাল৷ আইএসআই চররাই জঙ্গিদের আশ্বাস দিয়েছিল, তাদের পালানোর বন্দোবস্ত করে দেবে পাকিস্তান৷ সাধারণ অপহরণকারীরা এমনটা করে না, মত দোভালের৷ সেই সময় ভারতের হাতে আর বিশেষ কোনও বিকল্প পথ খোলা ছিল না৷ তাই কার্যত বাধ্য হয়ে মেনে নিতে হয় বিমান ছিনতাইবাজদের দাবি৷ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিন জঙ্গিকে মুক্তি দিতে হয়৷

(আইএসআইয়ের শীর্ষকর্তাকে সরিয়ে দিলেন নয়া পাক সেনাপ্রধান)

The post কান্দাহার বিমান ছিনতাই নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দোভাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement