shono
Advertisement

জানেন, কোন হোটেলে আছে বিশ্বের গভীরতম সুইমিং পুল?

৪২ মিটার গভীর এই পুল নাম তুলেছে গিনেস বুকেও The post জানেন, কোন হোটেলে আছে বিশ্বের গভীরতম সুইমিং পুল? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 AM Jun 18, 2016Updated: 07:03 PM Jun 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল যে কোনও হোটেলেই থাকে সুইমিং পুল৷ অতিথি আপ্যায়ণে বিলাসী সাঁতারের আয়োজন রাখে সব হোটেল কর্তৃপক্ষই৷  কিন্তু বিশ্বের মাত্র একটি হোটেলই সে আয়োজনে তাক লাগিয়েছে৷ সুইমিং পুলের ক্ষেত্রে তাদের ব্যবস্থার সঙ্গে তুলনা চলে না দুনিয়ার আর কোনও হোটেলের৷ কেননা বিশ্বের গভীরতম সুইমিং পুল আছে সেই হোটেলেই৷

Advertisement

কোথায় আছে সেই হোটেল?

টার্ম মিলিপিনি নামে এই হোটেল আছে ইতালির পাদুয়ায়৷ ৪২ মিটার গভীর এই সুইমিং পুলে নামা প্রত্যেকের কাছেই এক বিরল অভিজ্ঞতা৷ জলের নিচে এ যেন এক জলের গুহা৷ স্বচ্ছ, কবোষ্ণ জলের টানেলের ভিতর দিয়ে চাইলে হাঁটাও সম্ভব৷ অভিনব এই পুলটির নকশা করেছিলেন স্থপতি ইমানুয়েল বোরেতো৷ হোটেল থেকে টিকিট নিয়ে এখানে স্কুবা ডাইভিংও করা যায়৷ ২০১৪ থেকে চালু হয়েছে এই পুল৷

গভীরতায় বিশ্বে রেকর্ড করেছে এই পুল৷ ৪২ মিটার গভীর এই পুলের নাম উঠেছে গিনেস বুকেও৷ এর আগে বেলজিয়ামের এক হোটেলের সুইমিং পুলই এই স্বীকৃতি পেয়েছিল৷ কিন্তু গভীরতায় ও বৈচিত্রে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ইতালির এই পুল৷

 

দেখুন এই পুলের ভিডিও:

The post জানেন, কোন হোটেলে আছে বিশ্বের গভীরতম সুইমিং পুল? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement